হিমালয়ের কোলে কার্শিয়ং। অনেকেই বলেন অর্কিডের দেশ। সেখানেই হচ্ছে তথ্য প্রযুক্তি কেন্দ্র (IT Park in Kurseong)। নয়া উদ্যোগ রাজ্য সরকারের। সল্টলেক, কল্যাণী, দুর্গাপুর কিংবা শিলিগুড়ি নয়- আইটি পার্ক হচ্ছে কার্শিয়ঙে। এর জন্য বরাদ্দ হয়েছে ৪৮ কোটি টাকা। কাজ শুরু করছে ওয়েবেল, রাজ্যের তথ্য প্রযুক্তি দফতরের অধীনস্ত সংস্থা।
পাহাড়, জঙ্গল, পাহাড়ি নদী আর চা বাগান। এই নিয়েই কার্শিয়ং। এই নিয়েই উত্তরবঙ্গ। পর্যটনের চুম্বক। পর্যটন শিল্প এখানকার বাসিন্দাদের আয়ের পড়ল ভরসা।
𝗞𝘂𝗿𝘀𝗲𝗼𝗻𝗴 𝗶𝘀 𝘀𝗲𝘁 𝘁𝗼 𝗴𝗲𝘁 𝗮𝗻 𝗜𝗧 𝗽𝗮𝗿𝗸 𝗮𝘁 𝗮 𝗰𝗼𝘀𝘁 𝗼𝗳 ₹𝟰𝟴 𝗰𝗿𝗼𝗿𝗲 𝗯𝘆 𝟮𝟬𝟮𝟲.
WEBEL, the nodal agency of the Department of Information Technology and Electronics, Government of West Bengal, will build an IT park in Kurseong, Darjeeling, at a… pic.twitter.com/lQPFsgs5eH
— The West Bengal Index (@TheBengalIndex) February 7, 2024
এই চেনা ছবি বদলাতে চাইছে রাজ্য। কার্শিয়ঙে হচ্ছে আইটি পার্ক। কাজের সুযোগ পাবে উত্তরবঙ্গের যুব সমাজ। কার্শিয়ং পলিটেকনিক কলেজের সামনেই আইটি পার্কের কাজ চলছে। মোট দেড় লক্ষ স্কোয়ার ফুট এলাকাজুড়ে হবে আইটি পার্ক।