Weather Update: চড়ছে পারদ ! গরমে নাজেহাল জেলা থেকে শহর কলকাতা

weather in north india

Weather Update: পূর্বাভাস মতোই আবহাওয়া ঘুরে গেল ৩৬০°। যার আঁচ রবিবার থেকেই পাচ্ছে বঙ্গবাসী। সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের অনুভূতি বাড়ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত দিন কয়েক আরও অস্বস্তিকর হবে পরিস্থিতি। বেলা যত বাড়বে গরমও ততই বাড়বে। বাতাসে জলীয় বাষ্প কম থাকার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই দুর্ভোগ।

Advertisements

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিনে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে তাপমাত্রার পারদ। শহর কলকাতাতে আরও চড়বে পারদ। আগামী দিন তিনেকের মধ্যে কলকাতা শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলা অর্থাত্‍, ঝড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের মতো জেলাগুলিতে ফের এক দফায় ভয়ঙ্কর গরমের ইঙ্গিত মিলেছে। ওই জেলাগুলিতে আগামী কয়েকদিন ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে তাপমাত্রা। গরম হাওয়া বইতে পারে ওই জেলাগুলিতে।

Advertisements

অন্যদিকে, উত্তরবঙ্গের দুই পার্বত্য অঞ্চলের জেলা দার্জিলিং ও কালিম্পঙের পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় আগামী কয়েকদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, সোমবার দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে।