ঝেঁপে বৃষ্টি আসছে রাজ্যের ৩ জেলায়, সুখবর দিল হাওয়া অফিস

রাজ্যে বর্ষা ঢুকলেও এখনও টানা বৃষ্টি (Weather Update) থেকে বঞ্চিত দক্ষিণবঙ্গ। কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টি হলেও গরম সেভাবে কমেনি। উল্টে আপেক্ষিক আদ্রতা বেড়ে যাওয়ায়…

Rain falling on a city street with blurred lights reflecting on wet pavement

রাজ্যে বর্ষা ঢুকলেও এখনও টানা বৃষ্টি (Weather Update) থেকে বঞ্চিত দক্ষিণবঙ্গ। কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টি হলেও গরম সেভাবে কমেনি। উল্টে আপেক্ষিক আদ্রতা বেড়ে যাওয়ায় অস্বস্তি বেড়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে। আজ, রবিবারও উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisements

রবিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। কোথাও ভারী বৃষ্টি হবে না। কী কারণে দক্ষিণবঙ্গ বৃষ্টি থেকে বঞ্চিত হচ্ছে, তাও জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষজ্ঞদের বক্তব্য, মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর এখনও সক্রিয় রয়েছে। এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

   

এদিন দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ।

সকাল সকাল সুখবর, মাত্র ৮২ টাকায় মিলছে এক লিটার পেট্রোল

হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে।

রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯৪ শতাংশের মধ্যে থাকবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

ভোটে হারলেও ‘প্রথম স্থান’-এ রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত