Monsoon: বিরাট বড় খবর দিল মৌসম ভবন; কবে আসছে বৃষ্টি জেনে নিন এখনই

rainfall possibilities in west bengal

বৈশাখের শুরু থেকেই যেভাবে চালিয়ে খেলছে গরম, তার ঝোড়ো ব্যাটিংয়ে প্রাণ কার্যত ওষ্ঠাগত! কিন্তু এরই মাঝে খুশির খবর দিল মৌসম ভবন। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরে ভারতে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হবে। ভারতে বর্ষাকালে বৃষ্টির দীর্ঘমেয়াদী গড় ৮৭ সেন্টিমিটার। সেই গড়ের ১০৬ শতাংশ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি।

Advertisements

এর আগেই আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, লা নিনা আসছে। এর ফলে ভারতের বর্ষার মরশুমে পরিবর্তন দেখা যেতে পারে। লা নিনার প্রভাবে অতিরিক্ত বৃষ্টি হতে পারে ভারত, ইন্দোনেশিয়া, পূর্ব আফ্রিকা, দক্ষিণ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। পূর্ব এশিয়া ও উত্তর অস্ট্রেলিয়াতে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: West Bengal Weather: তীব্র গরম থেকে মিলবে মুক্তি! ঝেঁপে বৃষ্টি আসছে এই ৪ জেলায়

উল্লেখ্য, বিগত বছরগুলিতে যখন যখন লা নিনার আবির্ভাব ঘটেছে এমন সময় ২২টি বর্ষায় স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আইএমডি। তবে ব্যতিক্রম ছিল শুধুমাত্র ১৯৭৪ এবং ২০০০ সাল।

Advertisements

বাংলায় কী প্রভাব পড়বে?
জানা গিয়েছে, আবহবিদরা উত্তরবঙ্গে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির আশা করছেন এবং দক্ষিণবঙ্গের একটা অংশেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা দেখছেন। তবে মৌসম ভবনের মতে, কিছু জেলায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। তবে এর মধ্যে বাংলার কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। কিছু জেলায় আবার তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগতে হতে পারে কলকাতাবাসীকে।