বদলাতে পারে আবহাওয়া এমনই জানিয়েছিল আবহাওয়া বিভাগ (Weather Update)।পূর্বাভাস মিলিয়ে প্রবল বৃষ্টি শুরু হল। অসহনীয় গুমোট থেকে মুক্তি। তবে দক্ষিণবঙ্গের বন্যা কবলিত এলাকায় জলবন্দি বাসিন্দারা আতঙ্কিত। তবে আকাশ কালো করে বৃষ্টি বন্যার ভয় ফের ধরাল।
সম্প্রতি টানা বৃষ্টিতে বানভাসি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। সেই নিম্নচাপ কাটার পর ফের বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত টেনে আনল বৃষ্টি। গত তিনদিনের প্রচন্ড রোদের তাপে হাঁসফাঁস করা গরম এক নিমেষে উধাও!
সোমবার থেকে বদলে যেতে পারে আবহাওয়া ফের ঘণীভূত হচ্ছে নিম্নচাপ। এমনই বলে দিয়েছে হাওয়া মোরগ।
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ বলয়ের জেরেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।জানা যাচ্ছে বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
সোমবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। তার প্রভাবেই বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার দুপুর থেকে জেলায় জেলায় আকাশে ঘন মেঘ ঢুকতে শুরু করে। শুরু হয় বজ্রপাতসহ বৃষ্টি।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় প্রবল গরম অনুভূত হচ্ছে। উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা।