এক ধাক্কায় নামল পারদ, বৃষ্টিতে ভাসবে পাহাড়

bengal-winter

আজ সরস্বতী পুজো। শুক্রবার বৃষ্টি হলেও আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছিল যে শনিবার অর্থাৎ আজ থেকে আবহাওয়ার উন্নতি ঘটবে এবং তাপমাত্রা নামবে। সেই পূর্বাভাসকে সত্যি করে এদিন এক ধাক্কায় অনেকটা তাপমাত্রা নামল বঙ্গে। আকাশ একেবারে ঝলমলে।

একদিকে যখন গোটা বাংলা বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে ঠিক তখনই ঠাণ্ডায় ফের একবার জুবুথুবু অবস্থা বঙ্গবাসীর। হাওয়া অফিস জানিয়েছেন, দক্ষিণবঙ্গের তিন জেলায় বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস থাকলেও, অন্য জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় নেই।

   

এর পাশাপাশি উত্তরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং বাকি তিন জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দক্ষিণে কয়েকদিন তাপমাত্রা নামবে। এক ধাক্কায় গরম পড়বে না। আপাতত রাতের দিকে শীতের অনুভব হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন