কোটি কোটি টাকা উদ্ধার দেখে আনন্দিত হচ্ছেন, দুয়ারে আসছে খরা

ছিটেফোঁটা বৃষ্টি হলেও রীতিমতো খরার পরিস্থিতি সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। সাম্প্রতিক সময়ে উত্তরবঙ্গে ভারী বর্ষণ হলেও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়া সদয় হয়নি।

Advertisements

এবারও তার ব্যতিক্রম ঘটল না। আলিপুর আবহাওয়ার মতে, পাহাড়ের দুই জেলায় অতিভারী বৃষ্টি এবং তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি বর্তমানে পশ্চিমবঙ্গের উপকূলের কাছে কোনও নিম্নচাপ কিংবা ঘূর্ণাবর্ত নেই। ফলে টানা বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে আরো কিছুটা সময়ে চাতক পাখির মতো বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে।

Advertisements

অন্যদিকে ইউপি-বিহারে তিন দিন পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। ১৯ জুলাই পর্যন্ত এই দুই রাজ্যের আবহাওয়া প্রায় শুকনো ছিল, ২০ জুলাই থেকে দুই রাজ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। তবে এখন এই দুই রাজ্যেই আজ, ২৮ জুলাই থেকে ভারী বৃষ্টি হতে পারে। একইসঙ্গে উত্তরাখণ্ডের জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।