Weather: রবিবারেই বদলাবে আবহাওয়া, ‘বোনাস’ হতে পারে কালবৈশাখীও

তাপ্রবাহের জেরে জেরবার বঙ্গবাসী। কয়েক ফোঁটা বৃষ্টির জন্য চাতক পাখির মতো তাকিয়ে সকলে। এমনিতেই শনিবার অবধি এরকম অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর…

তাপ্রবাহের জেরে জেরবার বঙ্গবাসী। কয়েক ফোঁটা বৃষ্টির জন্য চাতক পাখির মতো তাকিয়ে সকলে। এমনিতেই শনিবার অবধি এরকম অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সেইসঙ্গে এটাও জানিয়েছে যে বঙ্গবাসীকে বেশিদিন এই কষ্ট সহ্য করতে হবে না। মে মাসের প্রথম দিকেই বদলাতে পারে আবহাওয়া।

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সেইসঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। বোনাস হতে পারে কালবৈশাখী ঝড়ও।

এছাড়া ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং-সহ ৫ জেলা। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজ, বৃহস্পতিবার থেকেই হাওয়া বদল। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ অন্যদিকে এই সপ্তাহে দিল্লি ৪০ ডিগ্রি তাপমাত্রার সীমা অতিক্রম করেছে।

বুধবার জাতীয় রাজধানীতে সিরি ফোর্ট কমপ্লেক্সে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪.২ ডিগ্রি সেলসিয়াস। দিল্লির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।