Weather Update: আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরে ভারী বর্ষণের সম্ভাবনা

Weather Update: দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আগামিকাল, বুধবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন দক্ষিণে। রাজ্য জুড়েই বিক্ষিপ্তভাবে হালকা…

Heavy Rainfall

Weather Update: দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আগামিকাল, বুধবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন দক্ষিণে।

রাজ্য জুড়েই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ও অস্বস্তি দুটোই বাড়বে।

আপাতত রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। কলকাতায় মেঘলা আকাশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রা একই থাকবে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে।

Advertisements

কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৫ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম।