Weather Update: আকাশে ভাসছে পেঁজা তুলোর মেঘ, কেমন থাকবে পুজোয় আবহাওয়া?

নীল পেঁজা তুলোর ভেলায় শরতের আনাগোনা।  আর মাত্র হতে ৬ দিন তার পরেই মা দুর্গার আগমন। ইতিমধ্যে গোটা বাংলা জুড়ে আয়োজন তুঙ্গে। তবে বেশ কয়েকদিন…

Weather Update W

নীল পেঁজা তুলোর ভেলায় শরতের আনাগোনা।  আর মাত্র হতে ৬ দিন তার পরেই মা দুর্গার আগমন। ইতিমধ্যে গোটা বাংলা জুড়ে আয়োজন তুঙ্গে। তবে বেশ কয়েকদিন আগেই প্রবল বৃষ্টিতে ভিজেছিল রাজ্য। পুজোয় কেমন থাকবে আবহাওয়া জানেন? আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা নেই। চারিদিকে শুষ্ক থাকবে আবহাওয়া।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, মুর্শিদাবাদ, নদিয়া,পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায় আবহাওয়া থাকবে শুষ্ক। বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই।

   

আগামী ৩ দিন শহর কলকাতায় বৃষ্টির কোনও নামগন্ধ থাকবে না। আজ অর্থাৎ রবিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি হওয়ার সম্ভবনা।অন্যদিকে বৃষ্টির হাত থেকে রেহাই পেয়ে রবি ও সোম উত্তরবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।

Advertisements

যদিও উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে সামান্য বৃষ্টি হতে পারে। কালিম্পঙের কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টিপাত হয়ে পারে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ক্ষীণ বৃষ্টি হতে পারে।

তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, ফের ধেয়ে আসবে ঘূর্ণি। আগামী ১৭ অক্টোবর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যা পরবর্তীতে উত্তর দিকে এগিয়ে বাংলাদেশের পদ্মার মোহনায় পৌঁছতে পারে। গোটা বিষয়টি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ভূভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। যদি এই ঘূর্ণাবর্তের গতিপথ সম্পর্কে এখনও কিছু নির্দিষ্ট করে জানা যায়নি।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News