Weather: মাঘের শীতে বাঘের মতো কাঁপছেন রাজ্যবাসী

বঙ্গে কি তবে শুরু হয়ে গিয়েছে শীতের শেষ বিদায়েে হাড়কাঁপানি পর্ব এই একটা প্রশ্মই উঁকি দিচ্ছে রাজ্যবাসীর মনে। বঙ্গোপসগরীয় উচ্চচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলায়…

বঙ্গে কি তবে শুরু হয়ে গিয়েছে শীতের শেষ বিদায়েে হাড়কাঁপানি পর্ব এই একটা প্রশ্মই উঁকি দিচ্ছে রাজ্যবাসীর মনে। বঙ্গোপসগরীয় উচ্চচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলায় সরস্বতী পুজোর আগেই বাধা পেয়েছিল শীত। কিন্তু এবার যে ফের ফর্মে ফিরতে পারে শীত তার ইঙ্গিত মিলছে রবিবার সকাল থেকেই। (Weather)

কথায় আছে মাঘের শীত বাঘের হাড় কাঁপে। রবিবার সকাল থেকে সেঅই কথাই মর্মে মর্মে উপলব্ধি করছে রাজ্যবাসী। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ, সর্বনিম্ন ৩৬ শতাংশ। আকাশ থাকবে পরিষ্কার। অর্থাৎ মেঘ হয়ে শীত মাটি হওয়ার প্রশ্ন আপাতত নেই। শীতের এই আমেজ আরও দু-একদিন বজায় থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।

দিন কয়েক আগেই আবহাওয়া দপ্তর জানিয়েছিল বঙ্গোপসগরীয় উচ্চচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলায় মাটি হতে পারে সরস্বতী পুজো। কিন্তু দক্ষিণবঙ্গে দুর্যোগ কেটে গিয়েছিল শুক্রবারই।

শনিবার, সরস্বতী পুজোর দিন সকাল থেকে ঝলমলে মেঘমুক্ত আকাশ ছিল। যদিও উত্তরবঙ্গ বৃষ্টির হাত থেকে অব্যাহতি পায়নি। দার্জিলিং ও কালিম্পংয়ে তুষারপাত হয়েছে। টাইগার হিল থেকে রিশপ, অনেক পর্যটন কেন্দ্রই ঢেকেছে বরফের চাদরে। সেই প্রভাব এসে পড়বে দক্ষিণবঙ্গে। রবিবার থেকেই তার আমেজ বোঝা যাচ্ছে। বিদায়বেলায় ছক্কা হাঁকাচ্ছে শীত। মেঘমুক্ত পরিষ্কার আকাশে মাঘের শেষে শীত যে আরও একবার কামড় বসাবে, তা স্পষ্ট।