Weather Today: শীতের সকালে রাজ্য জুড়ে সকলে ব্যস্ত প্রজাতন্ত্র দিবস উদযাপনে। গত সপ্তাহে বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। এই সপ্তাহেও বৃষ্টি হয়েছে। সকলের মনে এখন একটাই প্রশ্ন ২৬ শে জানুয়ারির সকালে কেমন থাকবে আবহাওয়া? ফের বৃষ্টি হাজির হবে নাতো। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গে মনোরম পরিবেশ থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বৃষ্টির দেখা মিলবেনা। আজ থেকে টানা ৩০ জানুয়ারি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা গড়াতেই পরিষ্কার আকাশ। সঙ্গে ঝলমলিয়ে উঠবে রোদ। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলা গুলির তাপমাত্রা আরও এক ডিগ্রি নামতে। তবে হাড় কাঁপানো শীত আপাতত থাকছে না।
হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়ও বাষ্প এ রাজ্যে প্রবেশ করেছে। এর জেরে জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারির শুরুতে আরও এক দফায় বৃষ্টির সম্ভাবনা। ৩১ জানুয়ারি ও পয়লা ফেব্রুয়ারি ফের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ থেকে আগামী পাঁচদিন বঙ্গে বৃষ্টির আর কোনও পূর্বাভাস নেই বললেই চলে। তবে ২৬ থেকে ২৮ জানুয়ারির মধ্যে দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা। এই সপ্তাহে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। দার্জিলিংয়ের উপরিভাগে এবং সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে দার্জিলিং ছাড়া উত্তরবঙ্গের বাকি আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সিকিমে বৃষ্টি এবং তুষারপাতের সর্তকতা রয়েছে। তবে সমস্ত জেলাতেই নেমেছে তাপমাত্রা। ওদিকে ঘন কুয়াশার দাপট অব্যাহত। আগামী ৪৮ ঘণ্টা মালদহ এবং দুই দিনাজপুরে ঠান্ডা আবহাওয়ায় থাকবে। ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে।