Republic Day 2024: প্রজাতন্ত্র দিবসে সেজে উঠেছে দিল্লি, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Republic Day 2024: দিল্লির কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের প্যারেড। জাতীয় পতাকা উত্তোলন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবারের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট…

Republic Day Songs

Republic Day 2024: দিল্লির কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের প্যারেড। জাতীয় পতাকা উত্তোলন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবারের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন। ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিশেষ প্রাধান্য পাচ্ছে নারীশক্তি।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করলেন ম্যাক্রন। প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। এবারের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি তিনি। গতকালই জয়পুরে এসে পৌঁছেছেন ম্যাক্রন। এ দিন সকালে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, আমার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদী ও ভারতের সকল নাগরিককে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। এখানে আসতে পেরে অত্যন্ত খুশি ও গর্বিত আমি।

   

অন্যদিকে প্যারেড শুরু হওয়ার আগেই কর্তব্যপথে ভিড় জমাতে শুরু করেছেন আমন্ত্রিত ও উৎসুক জনগণ। সাধারণ জনগণও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখতে পারেন। এর জন্য টিকিট কাটতে হয়।

কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে ১৩ হাজার অতিথিকে। এবার প্রজাতন্ত্র দিবসে বিশেষ প্রাধান্য পাবে নারীশক্তি। অনুষ্ঠানের সূচনা হবে ১০০ জন মহিলার মিলিত অনুষ্ঠানের মাধ্যমে। “বিকশিত ভারত” ও “ভারত-লোকতন্ত্রের মাতৃকা”- এই দুটি থিম রয়েছে এবারের অনুষ্ঠানে।

এদিকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে দিল্লিতে। ১৪ হাজার নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে কর্তব্যপথে।