Weather: রবি-লগ্নেই বর্ষার সাথে শুভদৃষ্টি

Weather: কেরলে ঢুকেছে বর্ষা। এবার এরাজ্যেও বর্ষা প্রবেশ করবে। আবহাওয়াবিদদের মতে, আরও ৪৮ ঘণ্টা পর উত্তরবঙ্গে ঢুকতে চলেছে বর্ষা। শনিবারই বর্ষা ঢোকার কথা ছিল দক্ষিণবঙ্গে, তা হয়নি। দক্ষিণবঙ্গে বর্ষার (rain) বৃষ্টি কবে থেকে শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে তার আগে প্রাক-বর্ষার বৃষ্টি চলবে গোটা রাজ্যে। আজ রবিবারেও রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisements

আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

আগামী সপ্তাহের শুরু থেকে গোটা উত্তরবঙ্গজুড়ে বৃষ্টির পরিমাণ বেড়ে যেতে পারে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

Advertisements

রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শহর কলকাতার পাশাপাশি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি ও নদিয়া জেলার বিভিন্ন অংশে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সামান্য বাড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।