Weather: নামছে পারদ, শিরশির হাওয়ায় দুলছে কাশ

Weather: পঞ্চমীর সকাল থেকে আকাশ পরিষ্কার। সকালের দিকেও কোনও কোনও জায়গায় প্যান্ডেলে দর্শনার্থীদের দেখা মিলেছে। তবে উত্তরবঙ্গের কিছু অংশ বাদ দিলে সারা দিনের আবহাওয়া পরিষ্কার থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আবহাওয়া শুকনো থাকার পাশাপাশি তাপমাত্রা একটু নিম্নগামী হতে শুরু করেছে। ভোরের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশা এবং শীতল হাওয়ার অনুভব পাওয়া গিয়েছে কোনও কোনও জায়গায়।

Advertisements

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন ও শুক্রবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হাল্কা কিংবা ভারী, কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ, সর্বনিম্ন ৫৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।

Advertisements

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন ওপরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলির দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।