Cyclone: গরমে ঘুম ভেঙে বঙ্গোপসাগরে জন্ম নিচ্ছে ঘূর্ণিঝড়

আসছে ঘূর্ণিঝড়। সাগরের বুকে জেগে উঠছে (Cyclone) আর একটা দানব। হাওয়া অফিস জানাচ্ছে, আন্দামান সাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা আছে।…

আসছে ঘূর্ণিঝড়। সাগরের বুকে জেগে উঠছে (Cyclone) আর একটা দানব। হাওয়া অফিস জানাচ্ছে, আন্দামান সাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা আছে।

আবহাওয়া বিভাগ জানাচ্ছে, আগামী ৬ মে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে। সেটি ক্রমশ দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের দিকে এগিয়ে পরবর্তীতে আরও শক্তি বাড়াতে পারে। সেক্ষেত্রে এটি সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এদিকে টানা দাবদাহ কাটিয়ে আপাত বৃষ্টি স্পর্শে স্বস্তিতে দক্ষিণবঙ্গ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ ৫০ কিলোমিটার বেগ থাকবে। আগামী ৩ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবারের পর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। হাওয়ার গতিবেগও বেড়ে ৫০-৬০ কিলোমিটার হতে পারে।

কলকাতা ও হাওড়া, দুই চব্বিশ পরগনা, নদিয়া, হুগলি মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা আছে।

উত্তরবঙ্গে দাবদাহ পরিস্থিতি তৈরি হয়নি। তবে মালদায় জ্বালাপোড়া গরম। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের ফের বৃষ্টি হওয়ার সম্ভাবনা।