Weather:উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। জারি রয়েছে লাল সতর্কতা। এর ফলে সিকিম ও ভুটান থেকে আসা নদীগুলির জলস্তর বাড়ছে। পাহাড়ি অঞ্চলগুলিতে ভূমিধসের সম্ভাবনা। তিস্তা, তোর্ষা, জলঢাকা, কালজানি, রায়ডাক সহ বিভিন্ন নদীতে জলস্তর বাড়ছে।
Advertisements
আগামী পাঁচদিন উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা।
Advertisements
আবহাওয়া বিভাগ জানাচ্ছে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রদেশ করেছে। ঢুকেছে বর্ষা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি শুরু হব। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা।


