Weather: আকাশ মেঘলা হলেও বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে

Summer Sun

তপ্ত মার্চের পর এপ্রিলেও গরমের হাত থেকে রেহাই নেই। কালবৈশাখীর এখনও কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। তবে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ তৈরি হলে হাসফাঁস গরম থেকে কিছুটা অব্যহতি পাবে রাজ্যবাসী।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ৮৯ শতাংশ, সর্বনিম্ন ৬০ শতাংশ। উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হতে পারে বর্জ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে প্রধানত মেঘলা আকাশ। উপকূল এলাকায় মেঘলা থাকবে বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি থাকবে। কিন্তু তাপমাত্রা বেশি না থাকায় তা অনুভূত হবে কম।

   

এ বছর এখনও পর্যন্ত ২ টো নিম্নচাপ তৈরি হয়েছিল। কিন্তু তার মধ্যে কোনওটাই পশ্চিমবঙ্গে আসেনি। ছোটনাগপুর মালভূমিতে এ বছর কোনও নিম্নচাপ তৈরি হয়নি। কালবৈশাখীর অন্যতম উৎস ওই অঞ্চলেই। কিন্তু এ বছর খামখেয়ালি আবহাওয়ায় গরম বাড়লেও নিম্নচাপ তৈরি তো করেইনি। সাধারণত মার্চ মাসে পশ্চিমবঙ্গে ৪-৬টা কালবৈশাখী হয়। এপ্রিলেও সংখ্যাটা তেমনই থাকে। কিন্তু মার্চ পেরিয়ে গেল, কোনো কালবৈশাখী নেই। তবে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। সেটি নিম্নচাপে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যে এর প্রভাব পড়বে না।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন