Weather : দু এক পশলা বৃষ্টিসুখ বঙ্গবাসীর

রাজ্যজুড়ে আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বেশি হবে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হবে। জলীয় বাষ্প থাকায়…

রাজ্যজুড়ে আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বেশি হবে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হবে। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ওড়িশা সংলগ্ন উপকূলে এর প্রভাব পড়বে। আগামী ৪৮ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়।

ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে শুক্রবার ২১ জুলাই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাবে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ২৪ ঘণ্টার পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আপাতত তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।