তীব্র গরমে সুখবর, ঝেঁপে বৃষ্টি আসছে বাংলার এই ১৫ জেলায়

wb-weather-update-rain-thunderstorm-and-lightning-predicted-in-several-districts-including-kolkata-heatwave-alert-continues

উত্তরবঙ্গে মারকুটে ইনিংস খেলছে বৃষ্টি (WB Weather Update)। ইতিমধ্যেই বর্ষা ঢুকে গিয়েছে সেখানে। কিন্তু দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা এখনও গরমে হাসফাঁস করছে। রেমালের প্রভাবে কয়েকদিন বৃষ্টি হলেও ফের গরম বাড়ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় (WB Weather Update)। এরই মধ্যে সুখবর দিল হাওয়া অফিস। চলতি সপ্তাহে রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

Advertisements

উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। সেইসঙ্গে আছে ঝড়-বজ্রবিদ্যুতের সতর্কতাও। দক্ষিণে প্রাক্‌-বর্ষার মরসুম চলছে এখন। তবে ঠিক কবে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে, তা এখনও নিশ্চিতভাবে বলতে পারেনি হাওয়া অফিস।

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

এক্সিট পোলে চাপ! কড়া নির্দেশ তৃণমূল সেনাপতির

Advertisements

অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি এলাকায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এই জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির পরিমাণ থাকবে বেশি। উত্তরের এই তিন জেলায় আজ থেকে টানা বৃহস্পতিবার পর্যন্ত ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

কিছু দিন আগে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড়। তার প্রভাবে টানা দু’দিন ঝড়বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। এরপর সেই ঘূর্ণিঝড় শক্তি কমিয়ে পরিণত হয় নিম্নচাপে। উত্তর-পূর্ব ভারতের একাধিক জেলায় দাপট দেখিয়েছে নিম্নচাপ। তার পরপরই উত্তরবঙ্গে ঢুকে পড়ে বর্ষা। দক্ষিণেও বর্ষা এলো বলে!

উধাও মোদী ম্যাজিক! সিকিমে খাতাই খুলতে পারল না বিজেপি