WB Weather Update: কেমন থাকবে মঙ্গলবারের আবহাওয়া? বিরাট আপডেট দিল হাওয়া অফিস

   ক্রমেই শক্তি হারাচ্ছে রেমাল (WB Weather Update)। সিস্টেমটি আজ, সোমবার সন্ধ্যায় গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা রয়েছে। হাওয়া অফিসের সেই পূর্বাভাস মিলে গেলে আগামী…

wb-weather-update-rain-thunderstorm-and-lightning-predicted-in-several-districts-including-kolkata-heatwave-alert-continues
  

ক্রমেই শক্তি হারাচ্ছে রেমাল (WB Weather Update)। সিস্টেমটি আজ, সোমবার সন্ধ্যায় গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা রয়েছে। হাওয়া অফিসের সেই পূর্বাভাস মিলে গেলে আগামী কাল অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে।

আজ দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টি চললেও আগামী কাল দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য কোনও সতর্কবার্তা জারি করেনি আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। এর সঙ্গী হবে ঝোড়ো হাওয়া।

   

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজকে সকাল সাড়ে ৫টায় সিস্টেমটি দুর্বল হয়ে যায়। এই ধরনের সিস্টেম ল্যান্ডফলের পরে শক্তি হারায়। এখানেই ঠিক তাই হয়েছে। শক্তি হারিয়েছে। এরপর উত্তর দিকে যাত্রা করে সেটি। সকাল সাড়ে ১১টার সময় এই সিস্টেসটি ঘূর্ণিঝড়ই ছিল।

Remal: উৎসব করে রেমালকে আমন্ত্রণ পুরুলিয়ায়

সেই সময় মংলা থেকে ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে এর অবস্থান ছিল। কলকাতা থেকে ১০০ কিলোমিটার পূর্বে, ক্যানিং থেকে ১০০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে, খেপুপাড়া থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে, ঢাকা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে ছিল সিস্টেমটি।

আপাতত যত সময় যাবে, এই সিস্টেমটির গতি ক্রমেই কমবে। আজ সন্ধ্যায় এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা রয়েছে। আলিপুর আবহাওয়া সফর সূত্রে জানা গিয়েছে, আগামী কাল দক্ষিণবঙ্গের জন্য কোনও সতর্কবার্তা নেই। কিন্তু উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা আছে।

Mamata Banerjee: বড় দোষ স্বীকার মমতার! ভোটের মাঝে হঠাৎ বোধদয়?

ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কবার্তা আছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা আছে দার্জিলিং এবং কালিম্পংয়ে।

তবে আজ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। একই সঙ্গে প্রবল বৃষ্টিও হবে প্রায় সমস্ত জেলায়। আগামী কাল, ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। উপকূলে ঝোড়ো হাওয়ার দাপট আজ রাত থেকেই কমে যাবে।