ঝেঁপে বৃষ্টি আসছে রাজ্যের ৫ জেলায়, ভিজবে কলকাতাও

তীব্র গরমের পর দক্ষিণবঙ্গে এসেছে বর্ষা (WB Weather Update)। গত কয়েক দিন ধরেই দক্ষিণের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায়…

তীব্র গরমের পর দক্ষিণবঙ্গে এসেছে বর্ষা (WB Weather Update)। গত কয়েক দিন ধরেই দক্ষিণের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় এখনও ধোনির মতো ইনিংস খেলছে বর্ষা। আজ, মঙ্গলবার রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি পূর্বাভাস থাকলেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায়।

হাওয়া অফিস জানিয়েছে, এদিন কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ে ধস নামতে পারে। একই সঙ্গে জোরালো বৃষ্টির কারণে দৃশ্যমানতাও কম থাকবে। অতিভারী বৃষ্টির জেরে তিস্তা, জলঢাকা, সংকোশ এবং তোর্ষা নদীর জলস্তর বাড়তে পারে।

   

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং,আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও জলপাইগুড়িতে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে।

হুড়মুড়িয়ে কমল দাম! মাত্র ৮২ টাকায় মিলছে এক লিটার পেট্রোল

আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃহস্পতিবার পর্যন্ত মেঘলা আকাশ দেখা থাকবে প্রায় সমস্ত জেলায়। কেবলমাত্র বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টিতে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলা।

আজ, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৩ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

রাহুলের এক ভাষণেই কুপোকাত বিজেপি? গুরুত্ব আঁচ করে জবাবি আসরে মোদী