WB Police: প্রাক্তন নৌসেনার রহস্যজনক মৃত্যু, টুকরো-টুকরো দেহাংশ নিয়ে তদন্ত

দুটি হাত ও কোমরের নিচের অংশ কাটা। সেই অংশের কোনও খোঁজ মেলেনি। প্লাস্টিক দিয়ে আটকানো ছিল মুখ। নির্মমভাবে খুন করা হয়েছে প্রাক্তন নৌসেনা উজ্জ্বল চক্রবর্তীকে।…

WB Police: প্রাক্তন নৌসেনার রহস্যজনক মৃত্যু, টুকরো-টুকরো দেহাংশ নিয়ে তদন্ত

দুটি হাত ও কোমরের নিচের অংশ কাটা। সেই অংশের কোনও খোঁজ মেলেনি। প্লাস্টিক দিয়ে আটকানো ছিল মুখ। নির্মমভাবে খুন করা হয়েছে প্রাক্তন নৌসেনা উজ্জ্বল চক্রবর্তীকে। তদন্ত চলছে। (WB Police)

বারুইপুরে (Baruipur) এক প্রাক্তন নৌসেনা উজ্জ্বল চক্রবর্তীর খণ্ডিত দেহাংশ নিয়ে রহস্য সমাধানে পুলিশ। ৫৪ বছর বয়সী প্রাক্তন নৌসেনা কে খুন করা হয়েছে বলেই মনে করা হচ্ছে।

বারুইপুর-মল্লিকপুর রোডের ডিহি এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হয় উজ্জ্বল চক্রবর্তীর অর্ধেক দেহাংশ। বারুইপুর থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে।দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। খুনের কারণ নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।

Advertisements

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন উজ্জ্বল চক্রবর্তী। নৌসেনা থেকে অূসর নেওয়ার পর তিনি একটি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন। গত ১৪ নভেম্বর কাজ থেকে বাড়ি ফেরার পর বেড়িয়ে আর ফেরেননি। পরিবারের সদস্যরা বারুইপুর থানায় এই বিষয়ে নিখোঁজ ডায়েরি করেন।

তদন্ত শুরু করেছে পুলিস। সেইসঙ্গে উজ্জ্বল চক্রবর্তীর শরীরের বাকি অংশ কোথায় তার খোঁজে তল্লাশি শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।