রাজ্যের ৯ জেলায় কমল পেট্রোলের দাম, আপনার জেলায় দাম কত?

আজ, মঙ্গলবার রাজ্যের ৯ জেলায় কমল পেট্রোলের দাম (WB Petrol Rate)। তবে কলকাতায় পেট্রোলের দাম একই রয়েছে। কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৯৪ টাকা এবং…

Petrol Price india girl রাজ্যের ৯ জেলায় কমল পেট্রোলের দাম, আপনার জেলায় দাম কত?

আজ, মঙ্গলবার রাজ্যের ৯ জেলায় কমল পেট্রোলের দাম (WB Petrol Rate)। তবে কলকাতায় পেট্রোলের দাম একই রয়েছে। কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯০.৭৬ টাকা। বাংলার মধ্যে সবচেয়ে কম দামে পেট্রোল (WB Petrol Rate) পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলা জলপাইগুড়িতে।

কোন কোন জেলায় পেট্রোলের দাম কমেছে

   

আজ বাংলার মোট ৯টি জেলায় পেট্রোলের দাম কমেছে। জেলাগুলি হল – বাঁকুড়া, বীরভূম, হুগলি, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর।

আসুন দেখে নিন কোন জেলায় কত টাকায় বিকোচ্ছে পেট্রোল

আলিপুরদুয়ার – ১০৪ টাকা ৭৩ পয়সা (একই রয়েছে)

বাঁকুড়া – ১০৪ টাকা ১৫ পয়সা (লিটারে ৪৮ পয়সা বৃদ্ধি পেয়েছে)

বীরভূম – ১০৪ টাকা ৩৭পয়সা (লিটারে ২৩ পয়সা বৃদ্ধি পেয়েছে)

কোচবিহার – ১০৫ টাকা ৩১ পয়সা (লিটারে ৬১ পয়সা বৃদ্ধি পেয়েছে)

দক্ষিণ দিনাজপুর – ১০৪ টাকা ৩১ পয়সা (লিটারে ২৯ পয়সা বৃদ্ধি পেয়েছে)

দার্জিলিং – ১০৩ টাকা ৭৯ পয়সা (একই রয়েছে)

এক ধাক্কায় অনেকটাই কমল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতার রেট জানুন

হুগলি – ১০৪ টাকা ২৩ পয়সা (লিটারে ৪৫ পয়সা কমেছে)

হাওড়া – ১০৩ টাকা ৯৪ পয়সা (একই রয়েছে)

জলপাইগুড়ি – ১০৩ টাকা ৬৫ পয়সা (লিটারে ৭২ পয়সা কমেছে)

ঝাড়গ্রাম – ১০৪ টাকা ৮০ পয়সা (একই রয়েছে)

কালিম্পং – ১০৩ টাকা ৯০ পয়সা (একই রয়েছে)

কলকাতা – ১০৩ টাকা ৯৪ পয়সা (একই রয়েছে)

মালদহ – ১০৩ টাকা ৭২ পয়সা (একই রয়েছে)

মুর্শিদাবাদ – ১০৫ টাকা ১৩ পয়সা (লিটারে ১৮ পয়সা কমেছে)

নদিয়া – ১০৪ টাকা ৬৯ পয়সা (লিটারে ২১ পয়সা কমেছে)

উত্তর চব্বিশ পরগনা – ১০৩ টাকা ৯৪ পয়সা (লিটারে ৪২ পয়সা কমেছে)

পশ্চিম বর্ধমান – ১০৩ টাকা ৮০ পয়সা (লিটারে ৪০ পয়সা বৃদ্ধি কমেছে)

পশ্চিম মেদিনীপুর – ১০৪ টাকা ৬৫ পয়সা (লিটারে ২৪ পয়সা বৃদ্ধি পেয়েছে)

পূর্ব বর্ধমান – ১০৪ টাকা ৭৮ পয়সা (লিটারে ২৫ পয়সা বৃদ্ধি কমেছে)

পূর্ব মেদিনীপুর – ১০৩ টাকা ৯১ পয়সা (লিটারে ১৭ পয়সা কমেছে)

ঝেঁপে বৃষ্টি আসছে রাজ্যের ৫ জেলায়, সুখবর শোনাল হাওয়া অফিস

পুরুলিয়া – ১০৪ টাকা ৭৭ পয়সা (লিটারে ১২ পয়সা বৃদ্ধি পেয়েছে)

দক্ষিণ চব্বিশ পরগনা – ১০৩ টাকা ১ পয়সা (লিটারে ৭ পয়সা বৃদ্ধি পেয়েছে)

উত্তর দিনাজপুর – ১০৪ টাকা ২১ পয়সা (একই রয়েছে)

দেশের ৪ বড় মেট্রো শহর, অর্থাৎ, কলকাতা-দিল্লি-মুম্বই এবং চেন্নাইয়ে জ্বালানি পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত হয়েছে। গোটা দেশের মধ্যে সবচেয়ে সস্তায় পেট্রোল মিলছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সেখানে লিটার প্রতি পেট্রোলের দাম মাত্র ৮২ টাকা ৪২ পয়সা। দমনে ৯২ টাকা ৩২ পয়সা এবং হরিদ্বারে ৯২ টাকা ৬০ পয়সায় মিলছে পেট্রোল।

চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০০.৭৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৩৪ টাকা। মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.২১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.১৫ টাকা। দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৬২ টাকা। কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯০.৭৬ টাকা।

প্রতিশ্রুতিপূরণ! সিভিক ভলান্টিয়ারদের বেতন বাড়াল মমতা সরকার

প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দামের পরিবর্তন হয় এবং নতুন দাম প্রকাশ করা হয়। পেট্রোল ও ডিজেলের দামের সঙ্গে আবগারি শুল্ক, ডিলার কমিশন, ভ্যাট সহ অন্যান্য জিনিস যোগ করার পর এর দাম মূল দামের থেকে প্রায় দ্বিগুণ হয়ে যায়। এই কারণেই আমাদের এতটা বেশি দামে পেট্রোল-ডিজেল কিনতে হয়।

গত ১৫ মার্চ কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের দামে বড় ধরনের কাটছাঁট করে। এর আওতায় উভয়ের দাম লিটারে ২ টাকা কমানো হয়েছে। লোকসভা ভোটের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার এই কাটছাঁট করেছে। ৪ জুন ভোটপর্ব শেষ হয়েছে। এবার পেট্রোল-ডিজেলের দাম ফের ঊর্ধ্বমুখী হতে পারে বলে মনে করা হচ্ছে।

রিচার্জ না করেও কল করা যাবে, এই নতুন ফিচার নিয়ে আসছে WhatsApp