‘শান্ত এলাকায় অশান্তির ছক’, মধ্যমগ্রাম বিস্ফোরণ নিয়ে মন্ত্রী রথীন ঘোষ

Madhyamgram Blast: মধ্যরাতে মধ্যমগ্রামে বিস্ফোরণ! বোমা ফেটে বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২৫ বছরের এক যুবকের। উঠছে উত্তরপ্রদেশের যোগ। সোমবার ঘটনাস্থলে যান খাদ্যমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক রথীন ঘোষ।…

Rathin Ghosh

Madhyamgram Blast: মধ্যরাতে মধ্যমগ্রামে বিস্ফোরণ! বোমা ফেটে বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২৫ বছরের এক যুবকের। উঠছে উত্তরপ্রদেশের যোগ। সোমবার ঘটনাস্থলে যান খাদ্যমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক রথীন ঘোষ। ‘শান্ত এলাকায় অশান্তির ছক’ করা হচ্ছে বলে অভিযোগ করেন মন্ত্রী রথীন ঘোষ।

বিস্ফোরণে মৃত যুবকের বাড়ি উত্তরপ্রদেশে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তদন্তকারীদের মত তার ব্যাগে থাকা বোমা ফেটে এত বড় দুর্ঘটনা ঘটেছে। অনুমান, এটি কম শক্তিশালী আইইডি বিস্ফোরণ। তবে উঠছে একাধিক প্রশ্ন, যেমন – ব্যাগে বিস্ফোরক নিয়ে কোথায় যাচ্ছিলেন, কোথা থেকেই বা এসেছিলেন? তার পরিচয় কী এবং কী উদ্দেশ্য নিয়ে মধ্যমগ্রাম শহরে স্কুলের সামনে দিয়ে যাতায়াত করছিলেন? এই সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা।

   

সোমবার সকালে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম। বিস্ফোরণস্থলে যায় এনআইএ টিমও। স্থানীয় বিধায়ক রথীন ঘোষও যান। তিনি বলেন, “কে কোন উদ্দেশ্যে কী করেছে, তা পুলিশ তদন্ত করে বের করবে। কিন্তু শান্ত মধ্যমগ্রামকে অশান্ত এবং আতঙ্কিত করতেই এই কাজ, তাতে সন্দেহ নেই।”

Advertisements

এমন বিস্ফোরণ এর আগে মধ্যমগ্রামে হয়নি বলেই জানিয়েছেন স্থানীয়রা। রবিবার মধ্যরাতের এই ঘটনায় এখনও আতঙ্কিত এলাকাবাসী। এই দিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রথীন ঘোষ বলেন, ”শহরবাসীর আতঙ্ক স্বাভাবিক। স্কুলের সামনে এত জনবহুল একটা জায়গায় বিস্ফোরণ ঘটেছে। ছাত্রছাত্রীরা তো ভয় পাবেই। কিন্তু আমি বলতে চাই, পুলিশ তদন্ত করছে। আমাদের পুলিশি তদন্তের উপর যথেষ্ট আস্থা আছে। আপনারা আতঙ্কিত হবেন না। এটা শান্ত মধ্যমগ্রামকে অশান্ত আর আতঙ্কিত করার একটা ছক। তাতে পা দেবেন না কেউ।”