কলকাতা: প্রাথমিক শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের কারা তথা ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। প্রাথমিক মামলায় মন্ত্রী চন্দ্রনাথের বিরুদ্ধে আগেই চার্জশিট জমা দিয়েছিল ইডি। আগামী ১৫ দিনের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল আদালত। শনিবার আত্মসমর্পণ করে ব্যক্তিগত ১০ হাজার টাকার বন্ডে জামিনের আবেদন করেন কারামন্ত্রী।
আপাতত তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত। তবে কলকাতার বাইরে যেতে পারবেন না তিনি। তবে এদিন মন্ত্রীকে হেফাজতে নিয়ে ইডির জিজ্ঞাসাবাদের আবেদন খারিজ করে দেওয়া হয়। উল্লেখ্য, প্রাথমিক দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত তৃণমূলের বহিষ্কৃত নেতা হুগলীর কুন্তল ঘোষের ডায়েরিতে পাওয়া গিয়েছিল চন্দ্রনাথের নাম।
ঘটনার পরেই রাজ্যের কারা তথা ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রীর বাড়িতে হানা দিয়ে তল্লাশি চালিয়েছিল ইডি। তাঁর বায়েয়াপ্ত ফোন এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের উপর ভিত্তি করে বুধবার ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন চন্দ্রনাথ।