শীঘ্রই মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা, মন্ত্রী হওয়ার দৌড়ে তৃণমূলের কোন কোন বিধায়ক?

১৩ জুন চার কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে। চারটি সিটই তৃণমূলের ঝুলিতে গিয়েছে। সূত্রের খবর, কয়েক দিনের মধ্যেই মন্ত্রিসভায় (WB Minister) রদবদলের পথে হাঁটতে পারেন মুখ্যমন্ত্রী…

১৩ জুন চার কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে। চারটি সিটই তৃণমূলের ঝুলিতে গিয়েছে। সূত্রের খবর, কয়েক দিনের মধ্যেই মন্ত্রিসভায় (WB Minister) রদবদলের পথে হাঁটতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন ক্যাবিনেট মন্ত্রীর দফতর বদল হতে পারে খবর। একই সঙ্গে উপনির্বাচনে জিতে আসা এক তরুণ বিধায়ককে মন্ত্রী করতে পারেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, পুরনো বিধায়কদের মন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক। এবারের লোকসভা নির্বাচনে কাঁথি থেকে প্রার্থী হয়েছিলেন উত্তম। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর কাছে হেরে গেলেও জোরদার লড়াই দিয়েছেন উত্তম।

   

লোকসভা ভোটের ফল প্রকাশের পর কালীঘাটে আয়োজিত প্রার্থীদের নিয়ে আয়োজিত বিশেষ বৈঠকে উত্তম বারিকের ভূয়সী প্রশংসা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, কাঁথিতে বাঘের মতো লড়াই করেছে উত্তম! ওর লড়াই মনে থেকে যাবে। প্রসঙ্গত, সৌমেন্দুর কাছে ৪৭ হাজার ভোটে হেরেছেন উত্তম বারিক।

মুখ্যমন্ত্রীর ক্ষোভের কোপ? কলকাতা পুলিশে এবার বড়সড় রদবদল

সংখ্যালঘু অধ্যুষিত মালদহ জেলায় তৃণমূল খারাপ ফল করলেও লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় চমকপ্রদ ফল করেছে রাজ্যের শাসকদল। বহরমপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর – তিনটি আসনেই জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থীরা। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে মুর্শিদাবাদের এক বিধায়ককে মন্ত্রী করতে পারেন মমতা।

বারাকপুরের সাংসদ হওয়ার পর পদত্যাগ করেছেন উত্তর ২৪ পরগনার দাপুটে নেতা পার্থ ভৌমিক। ফলে তাঁর হাতে থাকা সেচ দফতর খালি রয়েছে। সূত্রের খবর, এই পদে অভিজ্ঞ মানস ভুঁইয়ার নাম নিয়ে চর্চা চলছে তৃণমূলের অন্দরে। মমতার আমলেই কেলেঘাই-কপালেশ্বরী প্রকল্প রূপায়ণ সহ সেচ সংক্রান্ত নানা বিষয়ে অভিজ্ঞতা রয়েছে মানসবাবুর।

দুর্ঘটনা রোধ করতে লেভেল ক্রসিংয়ে স্লাইডিং বুম গেট বসানোর সিদ্ধান্ত নিল রেল

অবশ্য আরেকটি সূত্রে জানা গিয়েছে, আপাতত মন্ত্রিসভায় নতুন মুখ আনার পরিবর্তে দফতর রদবদল করেই ক্ষান্ত হতে পারেন মুখ্যমন্ত্রী। রাজভবনের সঙ্গে অম্লমধুর সম্পর্কের জেরেই এই পথে হাঁটতে পারেন তিনি। এদিকে সোমবার একঝাঁক শীর্ষ আমলার দফতর বদল সংক্রান্ত ফাইলে সই করেছেন মমতা।