রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, নবান্নের ঘোষণায় আনন্দের জোয়ার

জুলাই মাসের শুরুর দিনটিই পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য দারুন হতে চলেছে। ওই দিন অর্ধদিবস ছুটির ঘোষণা করেছে নবান্নে। চিকিৎসক দিবস আগামী সোমবার রাজ্যের সরকারি অফিসগুলিতে…

preventing-panchayat-corruption-west-bengal-introduces-new-transfer-policy

জুলাই মাসের শুরুর দিনটিই পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য দারুন হতে চলেছে। ওই দিন অর্ধদিবস ছুটির ঘোষণা করেছে নবান্নে। চিকিৎসক দিবস আগামী সোমবার রাজ্যের সরকারি অফিসগুলিতে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই ছুটি পাবেন না রাজ্য সরকারের দু’টি দফতরে কর্মরতরা। নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে তার উল্লেখ রয়েছে।

সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ, প্রতি বারের মতো এ বারও ১ জুলাই রাজ্যে চিকিৎসক দিবস পালিত হবে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে ওই দিনটি পালন করা হয়ে থাকে। রাজ্য সরকারের অধীনে যে সব দফতর রয়েছে, সেখানে সোমবার অর্ধদিবস ছুটি থাকবে। তবে ব্যতিক্রম কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্সেস-এর দফতর এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ-এর দফতর।

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের, আজ থেকে ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা সহ দক্ষিণবঙ্গে

Advertisements

১লা জুলাই সকাল থেকে দুপুর ২টো পর্যন্ত বিভিন্ন সরকারি দফতরের কাজ চলবে। ২টোর পর ছুটি হয়ে যাবে।

বিধানচন্দ্র রায়ের জন্মদিবস প্রতি বছরই পশ্চিমবঙ্গে চিকিৎসক দিবস উপলক্ষে ধুমধামের সঙ্গে পালিত হয়ে থাকে। ওই দিন রাজ্যের নানা জায়গায় চিকিৎসকদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্যপরীক্ষা শিবির ও সচেতনতা শিবিরের আয়োজন সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।