উপনির্বাচনে বাংলার এই বিধানসভা কেন্দ্রে জিততে পারে সিপিএম

একটা সময় (WB Bypoll) কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। পরবর্তীতে কোনও নির্বাচনে কংগ্রেস, আবার কোনও নির্বাচনে বামেরা জয় পেয়েছে। ২০১১ সালে সর্বপ্রথম রানাঘাট দক্ষিণ কেন্দ্রে ঘাসফুল…

wb-bypoll-cpim-can-win-this-assembly-seat-of-west-bengal-in-the-by-election

একটা সময় (WB Bypoll) কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। পরবর্তীতে কোনও নির্বাচনে কংগ্রেস, আবার কোনও নির্বাচনে বামেরা জয় পেয়েছে। ২০১১ সালে সর্বপ্রথম রানাঘাট দক্ষিণ কেন্দ্রে ঘাসফুল ফোটে। তবে সবচেয়ে বড় চমক দেখা যায় ২০১৬ সালে। রাজ্যজুড়ে (WB Bypoll) সবুজ ঝড়ের মধ্যেও এই কেন্দ্রে জয় পায় সিপিএম। ২০২১-এ অবশ্য পদ্মফুট ফোটে রানাঘাট দক্ষিণে।

এবারের বিধানসভা উপনির্বাচনে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে ২০১৬-র পুনরাবৃত্তি দেখতে চাইছে বামেরা। সে-বছর এই কেন্দ্র থেকে জয়ী হন সিপিএম প্রার্থী রমা বিশ্বাস। প্রায় ১৭ হাজার ভোটে তিনি হারান বিদায়ী আবীররঞ্জন বিশ্বাসকে। এরপর থেকে অবশ্য এই কেন্দ্রে বামেদের ভোটব্যাঙ্কে ধস নামে। ভোট পুনরুদ্ধারে এবার এই কেন্দ্রে তরুণ মুখ অরিন্দম বিশ্বাসকে টিকিট দিয়েছে সিপিএম।

   

রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রায় বিজেপি ৩৬ হাজারেরও বেশি ভোটে এগিয়ে থাকলেও বিধানসভা উপনির্বাচনে প্রেক্ষিত সম্পূর্ণ আলাদা। তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী সেভাবে দাগ কাটতে পারবে না। বিজেপি এখনও প্রার্থীই ঘোষণা করেনি। ফলে এই কেন্দ্রে কিছুটা হলেও সুবিধাজনক জায়গায় রয়েছে সিপিএম।

বড় খবর! বাংলার আরও ৫০ হাজার মানুষকে মাসিক ১০০০ টাকা করে ভাতা

দলের তরুণ মুখ অরিন্দম বিশ্বাসকে এই কেন্দ্র থেকে টিকিট দিয়েছে বামফ্রন্ট। ফুলিয়ার বাসিন্দা অরিন্দম পেশায় শিক্ষক। ২০১১ সাল থেকে পানিঘাটা ইউডিএম উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন তিনি। তাঁর প্রতিপক্ষের মধ্যে রয়েছেন – তৃণমূল প্রার্থী তরুণ চিকিৎসক মুকুটমণি অধিকারী। বিজেপি এখনও প্রার্থিতালিকা ঘোষণা করেনি।

এক নজরে বিগত কয়েকটি বিধানসভা নির্বাচন

২০১১ সালে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন আবীররঞ্জন বিশ্বাস। তাঁর প্রাপ্ত ভোট ছিল – ৯৯,৪৩২। দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী অলোক দাস। তাঁর প্রাপ্ত ভোট ছিল – ৭৯,৮২৪। তৃতীয় স্থানে ছিলেন বিজেপির বিনয়ভূষণ রায়। তাঁর প্রাপ্ত ভোট ছিল – ৮,৯৩৪।

শুভেন্দুকে ছাড়াই বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠক, দলে কি গুরুত্ব কমছে বিরোধী দলনেতার?

২০১৬ সালে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে সিপিএমের টিকিটে জয়ী হন রমা বিশ্বাস। তাঁর প্রাপ্ত ভোট ছিল – ১,০৪,১৫৯। দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূলের আবীররঞ্জন বিশ্বাস। তাঁর প্রাপ্ত ভোট ছিল – ৮৬,৯০৬। তৃতীয় স্থানে ছিলেন বিজেপির সুস্মিতরঞ্জন হালদার। তাঁর প্রাপ্ত ভোট ছিল – ১৮,১১৪।

২০২১ সালে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হন মুকুটমণি অধিকারী। তাঁর প্রাপ্ত ভোট ছিল – ১,১৯,২৬০। দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূলের বর্ণালী দে রায়। তাঁর প্রাপ্ত ভোট ছিল – ১,০২,৭৪৫। তৃতীয় স্থানে ছিলেন সিপিএমের রমা বিশ্বাস। তাঁর প্রাপ্ত ভোট ছিল – ১৫,১২৪।

তিন আসনে বিরাট মার্জিনে এগিয়ে বিজেপি, উপনির্বাচন নিয়ে চিন্তার ভাঁজ তৃণমূলের কপালে!

২০২৪ সালের লোকসভা ভোটের নিরিখে রানাঘাট বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট – ১২৩৫৬৮। তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৮৬৬৩২ ভোট। আর বাম-কংগ্রেস জোটের দখলে গিয়েছে ২১২১৯ ভোট। অর্থাৎ, এই কেন্দ্রে বিজেপির লিড ৩৬ হাজারেরও বেশি। প্রসঙ্গত, ১০ জুলাই রাজ্যের চার আসনে উপনির্বাচন। কেন্দ্রগুলি হল – বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, মানিকতলা।