প্রচারের শেষ দিনে জোর টক্কর শাসক-বিরোধীতে

পুরভোটের প্রচারের শেষ দিন ছিল শুক্রবার। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিকেল পাঁচটার পর কোনরকম নির্বাচনী প্রচার করতে পারবে না কোন রাজনৈতিক দলের। তাই শেষ দিনের…

election

পুরভোটের প্রচারের শেষ দিন ছিল শুক্রবার। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিকেল পাঁচটার পর কোনরকম নির্বাচনী প্রচার করতে পারবে না কোন রাজনৈতিক দলের। তাই শেষ দিনের প্রচারেও পিছিয়ে থাকতে চায়নি কোনও রাজনৈতিক দলের প্রার্থী এমনকি নির্দল প্রার্থীরা প্রচারের ময়দানে নেমে পড়েন।

মেদিনীপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে একদিকে যেমন প্রচারে ঝড় তুলেছিলেন শাসকদলের বিধায়ক জুন মালিয়া, তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা সহ একাধিক বিধায়ক, তেমনি ময়দানে নেমে পড়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ থেকে সিরিয়াল অভিনেত্রী পায়েল। মেদিনীপুরের ৯ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থীও কারোর থেকেই পিছিয়ে ছিলেন না প্রচারের দিক দিয়ে। তিনিও শেষদিনের প্রচারে ঝড় তুললেন শহরে সুসজ্জিত মিছিল করেন। 

অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ মেদিনীপুর পুরসভার ১৮ নং ওয়ার্ডের প্রার্থী মিলন মাইতি, ২১ নং ওয়ার্ডের প্রার্থী বিশ্বজিৎ পট্টনায়ক, ৫ নং ওয়ার্ডে ওয়ার্ডের প্রার্থী আশীর্বাদ ভৌমিক সহ অন্যান্য প্রার্থীদের সমর্থনে প্রচার ও রোড শো করেন।

আজকে পুরসভার ভোটের প্রচারের শেষ দিনে পশ্চিম মেদিনীপুরএর খড়ার পুরসভার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে প্রচারে ঝড় তোলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। আবার খড়্গপুরের ৩৩ নং ওয়ার্ডে যুযুধান দুই প্রতিদ্বন্দ্বী বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় এবং দীর্ঘদিন এর অভিজ্ঞ রাজনীতিক জহর পালের মিছিলে এলাকা সরগরম।

সব মিলিয়ে প্রথম পর্ব শেষ হওয়ার পর শুরু হতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার সাতটি পুরসভার নির্বাচন প্রক্রিয়া। তাকিয়ে সাতটি পৌরসভার ১০৯ জন প্রার্থী। জনতা জনার্দন এই ১০৯ জন প্রার্থীর মধ্যে কাদের বেছে নেবে নিজেদের জনপ্রতিনিধি হিসেবে তা দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে ২ মার্চ পর্যন্ত।