উপনির্বাচনের আগেই তৃণমূলের কাছে ‘হেরে ভূত’ বিজেপি!

১০ জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (WB Bypoll)। কেন্দ্রগুলি হল – বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, মানিকতলা। লোকসভা ভোটের নিরিখে এই চারটি বিধানসভার মধ্যে তিনটিতেই…

wb-bypoll-bjp-lost-to-trinamool-congress-before-the-by-elections

১০ জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (WB Bypoll)। কেন্দ্রগুলি হল – বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, মানিকতলা। লোকসভা ভোটের নিরিখে এই চারটি বিধানসভার মধ্যে তিনটিতেই বিরাট মার্জিনে এগিয়ে বিজেপি। কিন্তু উপনির্বাচন ঘোষণার পর চারদিন পেরিয়ে গেলেও প্রার্থিতালিকা প্রকাশ করতে পারল না গেরুয়া শিবির।

অন্যদিকে তিনটি আসনে পিছিয়ে থাকা সত্ত্বেও আজ, শুক্রবার সকালেই প্রার্থিতালিকা প্রকাশ করে দিল তৃণমূল কংগ্রেস। বিজেপি কবে প্রার্থী ঘোষণা করবে, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। সিপিএম-কংগ্রেস ময়দানে আছে বলে মনে হচ্ছে না। অর্থাৎ, এটা পরিষ্কার যে ভোটের আগেই বিজেপি সহ বিরোধীদের ব্যাকফুটে ফেলে দিয়েছে তৃণমূল।

   

২১ জুন এই চার কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। আর ১০ জুলাই ভোট। ফলে বিরোধীরা কবে প্রার্থী দেবে, কবেই বা প্রচার করবে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

বিধানসভা উপনির্বাচনে বিজেপি সাংসদের বোনকে প্রার্থী করল তৃণমূল

প্রসঙ্গত, আজ এই চার কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। রায়গঞ্জে প্রার্থী করা হয়েছে এই কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী। মানিকতলায় টিকিট দেওয়া হয়েছে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পান্ডে আর বাগদায় প্রার্থী করা হয়েছে মধুপর্ণা ঠাকুরকে।

এর মধ্যে ২০২১ সালের নির্বাচনে বিজেপির টিকিটে রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণ থেকে প্রার্থী হয়েছিলেন যথাক্রমে কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী। পরে অবশ্য দু’জনেই তৃণমূল যোগ দেন। বাগদা কেন্দ্রে তরুণ মুখ মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করা হয়েছে। আর মানিকতলায় টিকিট দেওয়া হয়েছে প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে।

কলেজের বান্ধবী সুপ্তিকে মানিকতলায় প্রার্থী করলেন মমতা

লোকসভা ভোটের বিধানসভাওয়ারি ফলাফলের নিরিখে একমাত্র মানিকতলা কেন্দ্রে সামান্য ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। একুশের নির্বাচনে মানিকতলা কেন্দ্র থেকে জয়ী হন সাধন পাণ্ডে। ২০ হাজার ২৩৮ ভোটে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে হারান তিনি। ২০২২-র ফেব্রুয়ারিতে মৃত্যু হয় সাধন পাণ্ডের।

তারপর থেকে এই কেন্দ্রটি বিধায়কহীন হয়ে পড়েছিল। নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্যে উপনির্বাচনের বিধান থাকলেও, মানিকতলা কেন্দ্রের ক্ষেত্রে তা হয়নি। গণনায় কারচুপির অভিযোগে ফলাফল বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। সেই মামলার সম্প্রতি নিষ্পত্তি ঘটেছে। আদালত উপনির্বাচনের নির্দেশ দিয়েছে।

বিজেপির ভোট-ধাক্কা ভগবান রামের প্রকৃত বিচার! আরএসএস নেতার নিশানায় মোদী-শাহ’রা