টানা বৃষ্টিতে বাড়ছে জলস্তর, দক্ষিণবঙ্গের এলাধিক জেলায় প্লাবনের আশঙ্কা

সোমবার থেকে টানা বৃষ্টিপাতের ফলে জলস্তর বেড়েছে বিভিন্ন নদীতে। তবে এবার বন্যার আশঙ্কা দক্ষিণবঙ্গে(South Bengal) কংসাবতী, দারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী, সুবর্ণরেখা-সহ একাধিক নদীতে বেড়েই চলেছে জলস্তর।…

সোমবার থেকে টানা বৃষ্টিপাতের ফলে জলস্তর বেড়েছে বিভিন্ন নদীতে। তবে এবার বন্যার আশঙ্কা দক্ষিণবঙ্গে(South Bengal) কংসাবতী, দারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী, সুবর্ণরেখা-সহ একাধিক নদীতে বেড়েই চলেছে জলস্তর। এই বৃষ্টির ফলে কোনো কোনো এলাকায় ঢুকছে জল। সমস্যায় পড়েছে সাধারণ মানুষেরা। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির ফলে চিন্তায় পড়েছে প্রশাসন।

Advertisements

সবচেয়ে বেশি বন্যার আশঙ্কা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া জেলার কিছু অংশে। বাঁকুড়া ও পুরুলিয়ায় বৃষ্টির মাত্রা ছাড়িয়েছে একশো মিলিমিটার। এই বৃষ্টির ফলে জারি করা হয়েছে সর্তকতাও।

   

একনাগাড়ে বৃষ্টির জেরে ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে দারকেশ্বর নদের উপর তৈরী মীনাপুর সেতু। এর ফলে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে যাতায়াতের ওই পথ। বিকল্প রাস্তা না থাকার কারণে সমস্যায় পড়েছে বহু মানুষ। ঘরবন্দি অবস্থায় রয়েছে বাঁশি, আড়ালবাঁশির মতো গ্রামের বাসিন্দারা।

জলের চাপ বাড়ছে কংসাবতী জলাধারে।মুকুটমনিপুরে জল আসছে বিপুল পরিমানে। প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হলে জলাধার থেকে আরও জল ছাড়তে হতে পারে। পরিস্থিতি বুঝে ডিভিসি থেকেও জল ছাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে নতুন করে এড়ানো যাচ্ছে না বন্যার আশঙ্কা।

টানা বৃষ্টির জেরে জল ঢুকতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুর, হাওড়ার একাংশেও। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন। প্রশাসন থেকে জানানো হচ্ছে, জল ছাড়ার পরিস্থিতি তৈরি হলে আগাম সতর্কতা জারি করা হতে পারে।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমাঞ্চলের চার জেলায় আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বন্যার আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। নদীগুলির জলস্তর ক্রমেই বিপদসীমার দিকে এগোচ্ছে।