“কয়লা ধুলে ময়লা যায় না”! মমতাকে তীব্র খোঁচা শুভেন্দুর

কলকাতা: দিঘার জগন্নাথ মন্দিরের পর সম্প্রতি শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রজ্যবাসীর করের টাকায় জগন্নাথ মন্দির বানানোর অভিযোগে এমনিতেই তোপ দেগে এসেছে বিরোধীরা।

Advertisements

এবার শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণায় ফের মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ‘হিন্দু-বিরোধী’ তকমা মুছতে মুখ্যমন্ত্রী এসকল উদ্যোগ নিচ্ছেন বলে দাবী কপরলেন শুভেন্দু।

https://x.com/SuvenduWB/status/1979099741511389528

শুক্রবার এক্সে (X) তিনি লেখেন, “আজকাল ‘হিন্দু বিরোধী’ তকমা মুছে ফেলতে মাননীয়া নানান রকম উদ্যোগের ঘোষণা করে চলেছেন, কখনো নিউটাউনে দুর্গাঙ্গন তো কখনো শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির কথা বলছেন। সবই অবশ্য সরকারি খরচে, ও সরকারি নিয়ন্ত্রণে। ঠিক যেমন হিডকো অধীনস্থ ‘দীঘা জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র’। ওনার কথায়’ জগন্নাথ ধাম!”

Advertisements

পাশাপাশি, “কয়লা ধুলে যেমন ময়লা যায় না ঠিক তেমনি মানুষের স্বভাব কখনো পাল্টায় না”, বলে মন্তব্য করেন শুভেন্দু। নিউটাউনের দুর্গাঙ্গন হোক বা মহাকাল মন্দির তৈরির ঘোষণা কিমবা দিঘায় জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) তৈরি, এসব করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ‘হিন্দু বিরোধী’ তকমা মুছে ফেলতে পারবেন না বলে দাবী শুভেন্দুর।

শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সংখ্যালঘু ভোটব্যাংককে তুষ্ট করতে হিন্দু ভাবাবেগে আঘাত করেন বলে এদিনও অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। এদিন, দিঘার জগন্নাথ মন্দিরের ম্যানহোলের ধাকনার উপর ইংরেজিতে ‘জগন্নাথ’ লেখা নিয়ে মমতাকে একহাত নেন শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, “দীঘা জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্রে’ দুষিত ও অপরিষ্কার জল নির্গমনের জন্যে যে নর্দমা রয়েছে, তার ম্যানহোলের ঢাকনার ওপর ইংরেজি তে ‘জগন্নাথ’ লেখা! ভ্রমণার্থী থেকে শুরু করে, সাফাই কর্মী, পুলিশ কর্মীরা সবাই তা চলা ফেরার সময় পায়ে মাড়াচ্ছে!” কিন্তু ইচ্ছাকৃতভাবেই ওই ঢাকনা বসানো হয়েছে বলে দাবী করেন বিজেপি নেতা। তাই ‘হিন্দু বিরোধী’ তকমা মোছার হলে মমতাকে ‘নিজেকে শোধরানোর’ পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী।