ফর্মে BLO-র স্ট্যাম্প না থাকলে বাতিল? সাফ জানাল কমিশন

Voter List Revision West Bengal SIR

রাজ্যজুড়ে জোরকদমে চলছে SIR (Summary Intensive Revision)–এর কাজ। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি, আবার পূরণ করা ফর্ম সংগ্রহের কাজ এখন কার্যত শেষ পর্যায়ে। কিন্তু এই পর্যায়েই তৈরি হয়েছে নতুন এক ধন্ধ। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠে এসেছে, বিএলও-রা (BLO) পূরণ করা SIR ফর্মে স্ট্যাম্প দিচ্ছেন না। ফলে ভোটারদের মনে প্রশ্ন, স্ট্যাম্প ছাড়া ফর্ম কি বাতিল হয়ে যাবে? নতুন ভোটার তালিকায় তবে আর নাম থাকবে না?

Advertisements

কমিশনের নির্দেশ

এই আশঙ্কা ঘিরে জনমনে বিভ্রান্তি বাড়তেই পরিষ্কার ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন। কমিশনের স্পষ্ট জানিয়েছে, কোনও বাধ্যবাধকতা নেই যে বিএলও-কে অবশ্যই এনুমারেশন ফর্মে স্ট্যাম্প দিতে হবে। তবে কমিশনের নির্দেশ-

   
  • ফর্মে অবশ্যই বিএলও-র স্বাক্ষর থাকতে হবে।
  • প্রক্রিয়াগতভাবে দুই কপি ফর্মের মধ্যে অন্তত একটিতে BLO-র সই থাকা জরুরি।

অতএব, স্ট্যাম্প না থাকলেও ফর্ম বাতিল হবে না, যদি সেখানে BLO-র স্বাক্ষর থাকে। কমিশনের পরামর্শ—ফর্ম জমা দেওয়ার সময় ভোটাররা যেন নিশ্চিত করেন যে ফর্মে BLO-র সই রয়েছে।

SIR-এর পরবর্তী সময়সূচি Voter List Revision West Bengal SIR

তালিকা পুনর্বিবেচনার এই পর্যায়ে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisements
  • ৪ ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম গ্রহণ চলবে।
  • তবে কমিশন পৃথক করে জানিয়েছে, ২৫ নভেম্বরের মধ্যেই ফর্মগুলির ডিজিটাইজেশন শেষ করতে হবে
  • ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে ভোটারদের খসড়া তালিকা (Draft Electoral Roll)।

২০০২ তালিকায় নাম না থাকলে? তবুও নেই দুশ্চিন্তা

যদি কোনও পরিবারের বা ভোটারের নাম ২০০২ সালের ভোটার তালিকায় না থাকে, কিংবা দেওয়া তথ্য নিয়ে সন্দেহ দেখা দেয়, তবে ভোটারকে হিয়ারিং-এ ডাকতে পারেন ERO।
সেই সময় ভোটার ১১ ধরনের স্বীকৃত নথির যেকোনও একটি দেখাতে পারলেই নাম অন্তর্ভুক্তির যোগ্যতা পাওয়া যাবে।

আরও গুরুত্বপূর্ণ—
খসড়া তালিকায় নাম না থাকলেও চিন্তার কারণ নেই। ভোটার চাইলে
* আবেদন করতে পারবেন, অথবা
*চ্যালেঞ্জ করে পুনরায় অন্তর্ভুক্তির সুযোগ পাবেন।

পরিসংখ্যান চিত্র

পশ্চিমবঙ্গের মোট ভোটার সংখ্যা — ৭ কোটি ৬৬ লক্ষ।
শনিবার পর্যন্ত বিলি করা হয়েছে — ৭ কোটি ৬৮ লক্ষ এনুমারেশন ফর্ম।
এদের মধ্যে ৪১% অর্থাৎ প্রায় ৩ কোটি ফর্মের ডিজিটাইজেশন ইতিমধ্যেই সম্পন্ন।