হুগলির খানাকুলে অগ্নিগর্ভ পরিস্থিতি। রবিবার সকাল থেকে তৃণমূল-বিজেপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। রীতিমত রণক্ষেত্রের চেহারা বেই এই এলাকা। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
জানা গিয়েছে, হুগলির খানাকুলের মতিপুর এলাকায় রবিবার সকাল দফায় দফায় সংঘর্ষ হয়। তৃণমূলের সমর্থকরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনু্যায়ী SIRএর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাইক র্যাকলি বের করে। অভিযোগ, মিছিল শুরু হতেই ইঠ বৃষ্টি শুরু হয় বিজেপি সমর্থকদের। পুলিশের সামনেই ইঠ-লাঠি দিয়ে হামলার অভিযোগ।
পাল্টা বিজেপির তরফ থেকে দাবি করা হয় যে তৃণমূলের মিছিল থেকে বিজেপি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। পুলিশের সামনেই দুই দলের কর্মী-সমর্থকরা হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। একে অপরের দিকে আঙুল তুলেছে দুই দলের সমর্থকরা।
ঘটনার জেরে এলাকায় তুলকালাম পরিস্থিতি হয়। রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, ঘটনার ফলে দু-পক্ষেরই বেশ কিছুজন আহত হয়েছেন। এক পুলিশ কর্মীও আহত হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে তৃণমূলের কর্মী-সমর্থকরা। রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন তারা।