SIR: সংবেদনশীল এলাকায় বিশেষ নজর, বাংলায় নামছে কমিশনের টিম ‘পঞ্চপাণ্ডব’

Election Authorities Hint at Fewer Phases for 2026 Polls
Election Authorities Hint at Fewer Phases for 2026 Polls

রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে আরও দৃঢ়ভাবে পর্যবেক্ষণ করতে নির্বাচন কমিশন এই বিশেষ পদক্ষেপ নিয়েছে। বাংলায় আসছে ‘কমিশনের পঞ্চপাণ্ডব’, শুধু বাংলায় নয়, দেশের নয়টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বিতীয় পর্যায়ের SIR প্রক্রিয়া চলার কথা মাথায় রেখে কমিশন মোট ১৮ জন পর্যবেক্ষক নিযুক্ত করেছে। এর মধ্যে বাংলার জন্য পাঁচজন বিশেষ পর্যবেক্ষক রাখা হয়েছে। আগের ১২ জনকে মিলিয়ে বাংলায় SIR কাজের জন্য মোট বিশেষ পর্যবেক্ষকের সংখ্যা পৌঁছেছে ১৭-এ। এই পুরো দলের নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্ত।

বাংলার ক্ষেত্রে কেন এত বেশি নজরদারি বাড়ানো হয়েছে, তা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নানা ব্যাখ্যা চলমান। একাংশের মতে, গোটা SIR পর্বে বাংলায় তৈরি হয়েছে বিতর্কের অবস্হা। বিশেষ করে ভোটার তালিকা সংশোধন, বিএলও মৃত্যু বা অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলার SIR প্রক্রিয়াকে অন্যান্য রাজ্যের তুলনায় বিশেষভাবে সংবেদনশীল করেছে। যদিও বিএলও মৃত্যুর নিরিখে মধ্য প্রদেশের পরিস্থিতি সামগ্রিকভাবে শীর্ষে রয়েছে, তবুও বাংলায় নজরদারি অন্য রাজ্যের তুলনায় একটু বেশি। রাজ্যের শাসক শিবিরও এটিই মনে করছে।

   

কমিশনের সূত্রে জানা গেছে, আজ বা বুধবারের মধ্যে বাংলায় এসে পৌঁছাবে এই পাঁচজন বিশেষ পর্যবেক্ষকের দল। তবে কোন জেলা কার কাছে থাকবে, তা নিয়ে ইতিমধ্যেই বিস্তারিত পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলার দায়িত্ব বণ্টন এইভাবে করা হয়েছে— প্রেসিডেন্সি ডিভিশন: রবিকান্ত সিং

মেদিনীপুর ডিভিশন: নীরজ কুমার বানসোড

বর্ধমান ডিভিশন: কৃষ্ণ কুমার নিরালা

মালদহ ডিভিশন: অলোক তিওয়ারি

জলপাইগুড়ি ডিভিশন: পঙ্কজ যাদব

এই পাঁচজন পর্যবেক্ষক মূলত SIR প্রক্রিয়ার সূক্ষ্ম পর্যবেক্ষণ, যেকোনো অনিয়ম শনাক্তকরণ এবং নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার কাজ করবেন। এছাড়াও তারা জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবেন এবং ভোটার তালিকা সংশোধনের সময় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। রাজ্যে রাজনৈতিক মহল এই পদক্ষেপকে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। বিশেষ করে যে বিতর্কগুলি আগে বাংলায় তৈরি হয়েছিল, তা প্রতিফলিত হয়েছে বিএলও মৃত্যু থেকে শুরু করে ভোটার তালিকা সংশোধনের নানা ক্ষেত্রে। সেসব প্রেক্ষাপটে এই নজরদারি এবং পর্যবেক্ষক নিয়োগ ভোটের প্রতি জনগণের আস্থা বাড়ানোর দিকেও প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন