Uttar 24 Pargana: নীলগঞ্জের বিস্ফোরণস্থলে ছড়িয়ে ছিন্নভিন্ন দেহাংশ, তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ

ভয়াবহ পরিস্থিতি নীলগঞ্জে। রবিবারের বিস্ফোরণের ঘটনায় শাসকদল তৃণমূলের বিরুদ্ধেই লাগাতার অভিযোগ করে চলেছেন এলাকাবাসী। সোমবার সকালে ধংসস্তূপের খুব কাছে মিলল বোমা বিস্ফোরণে নিহতের দেহাংশ। (Uttat…

Nilganj Blast

ভয়াবহ পরিস্থিতি নীলগঞ্জে। রবিবারের বিস্ফোরণের ঘটনায় শাসকদল তৃণমূলের বিরুদ্ধেই লাগাতার অভিযোগ করে চলেছেন এলাকাবাসী। সোমবার সকালে ধংসস্তূপের খুব কাছে মিলল বোমা বিস্ফোরণে নিহতের দেহাংশ। (Uttat 24 Pargana) দত্তপুকুরের নীলগঞ্জে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, ঘটনার পরের দিন ১০০ মিটার দূরে পুকুরে মিলল দেহাংশ। ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। একজন গ্রেফতার। 

গতকাল দত্তপুকুরে হয় ভয়াবহ বিস্ফোরণ। আজ সকালে নজরে আসছে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা ছিন্নভিন্ন দেহ। মৃত্যুর ঘটনায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। গ্রেফতার একজন। স্থানীয়রা জানিয়েছে এই ঘটনাস্থল থেকে ঢিল ফেলা দূরত্বে কোথাও হাতের অংশ কোথাও বা পায়ের অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

 লিখিত অভিযোগের ভিত্তিতে, ভারতীয় দণ্ডবিধির ২৮৬ ধারা, ৩০৪ অর্থাৎ অনিচ্ছাকৃত খুন, ৩০৮ ধারা, ৩৪ ধারা সংগঠিত অপরাধ। এছাড়া বিস্ফোরক আইন  সহ ২৪/২৬ ফায়ার সার্ভিস অ্যাক্ট মামলা হয়েছে। ৪ জনের বিরুদ্ধে করা অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় কেরামত আলি যার নাম উঠেছিল তার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রবিবাপ ফরেনসিক দল এসে দেখে গিয়েছেন। সঙ্গে বম্ব স্কোয়াড, সিআইডি দেখেছেন সঙ্গে স্থানীয় পুলিশ উপস্থিত ছিল।

তবে  এত বীভৎসতা কেনও এই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এটাই হয়ে উঠেছে তদন্তের মূল বিষয়। দাবি করা হচ্ছে যে, বাজি তৈরির জন্য যে, অ্যালুমিনিয়াম চূর্ণ বা অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয় তা কত পরিমাণে ছিল। তবে পটাশিয়াম নাইট্রেট থাকার সম্ভাবনা আছে কিনা খতিয়ে দেখা হবে। এত বীভৎসতা তখনই তৈরি হয় যখন পটাশিয়াম নাইট্রেট থাকে।ধ্বংস হওয়া বাড়িতে নজরে আসছে বড় বড় দেওয়াল ভেঙে পড়েছে হুড়মুড়িয়ে। এর সঙ্গে আশেপাশের বেশ কয়েকটি বাড়িতেও এর প্রভাব পড়েছে। মানুষের দেহের অংশ ছিটকে পড়েছে অন্তত ২০০-৩০০ মিটার দূরত্ব পর্যন্ত।

ইতিমধ্যেই নীলগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে একজনকে। এবং মৃত ব্যক্তি যে মূল অভিযুক্ত গতকাল তার মৃত্যু হয়েছে। ধৃত ব্যক্তি সেই কেরামত আলির সঙ্গী সফিক আলি। তাকে আজ বারাসাত আদালতে পেশ করা হবে। গতকাল ঘটনাস্থলে এমন পাঁচজন কর্মচারী ছিল যারা মুর্শিদাবাদ থেকে এখানে এসেছিল। তাদের মধ্যে দুজন মৃত ব্যক্তির পরিচয় ইতিমধ্যে সনাক্ত করা গিয়েছে। তবে বাকি তিন জনের পরিচয় এখনো পর্যন্ত সনাক্ত করা যায়নি।