মোদী বিরোধিতায় একুশের মঞ্চে ঐক্যের INDIA!

তৃণমূল নেত্রীর ডাকে সাড়া। একুশের সমাবেশে (TMC’s July 21 Event) যোগ দেবেন অখিলেশ। মমতা-অভিষেকের সঙ্গে বৈঠকেরও সম্ভাবনা সপা নেতার। একুশের মঞ্চে থাকতে পারেন উদ্ধব শিবিরের…

Unity Against Modi Takes Center Stage at TMC's July 21 Event Ahead of Budget Session

তৃণমূল নেত্রীর ডাকে সাড়া। একুশের সমাবেশে (TMC’s July 21 Event) যোগ দেবেন অখিলেশ। মমতা-অভিষেকের সঙ্গে বৈঠকেরও সম্ভাবনা সপা নেতার। একুশের মঞ্চে থাকতে পারেন উদ্ধব শিবিরের নেতারাও। সোমবার বাজেট অধিবেশনের আগে মোদী বিরোধিতায় ফের ঐক্যের ছবি একুশের মঞ্চে।

রবিবার তৃণমূলের মেগা ইভেন্ট। ধর্মতলায় একুশে জুলাইয়ের সমাবেশ। সেই মঞ্চে হাজির থাকবেন বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম শরিক সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তৃণমূল নেত্রীর ডাকে সাড়া দিয়ে থাকে হাজির থাকতে পারেন মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে শিবিরের নেতারাও।

   

চব্বিশে মোদীকে হারাতে একজোট হয় বিরোধীরা। তৈরি করে ইন্ডিয়া। ভোটের ফলে জোর ধাক্কা খায় মোদীর অবকি বার চারশো পারের স্লোগান। এনডিএ তিনশোও টপকাতে পারেনি। শেষমেষ শরিকি ভরসায় মোদীর সরকার। এই অবস্থায় রবিবার তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ। সেই মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে সুর আরও চড়াবেন টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ শরিক তৃণমূলের নেত্রী, মমতা বন্দোপাধ্যায়।

রবিবার একুশের সমাবেশ। সোমবার থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন। একুশের সমাবেশে উপস্থিত থাকবেন তৃণমূলের সমস্ত সাংসদরা। সংসদের ভিতরে ও বাইরে কীভাবে বিজেপিকে চেপে ধরতে হবে, সেবিষয়ে একুশের মঞ্চ থেকে দিক নির্দেশ দিতে পারেন তৃণমূলনেত্রী। ইতিমধ্যে নিট-নেট ইস্যুতে দেশ জুড়ে তোলপাড় হয়ে গিয়েছে। বিরোধীরা সুর চড়িয়েছে দেশে চালু হওয়া নতুন তিনটি আইন নিয়েও। তার উপর কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা ও এজেন্সির অপপ্রয়োগের অভিযোগে অনেক দিন ধরেই সরব তৃণমূল। এই বিষয়গুলিকে নিয়ে বাজেট অধিবেশনে ঝড় তুলতে পারে বিরোধী জোট। সেই সঙ্গে বাজেট অধিবেশনের শুরুতেই লোকসভার ডেপুটি স্পিকারের নির্বাচন নিয়ে মোদী সরকারের উপর চাপ বাড়াতে চাইছে টিম ইন্ডিয়া। এই অবস্থায় মমতার ডাকে সাড়া দিয়ে রবিবার তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দেবেন অখিলেশ যাদব।

একুশের সমাবেশের পরে মমতা-অভিষেকের সঙ্গে বৈঠকেরও সম্ভাবনা রয়েছে সপা নেতার। এছাড়া একুশের মঞ্চে থাকতে পারেন উদ্ধব শিবিরের নেতারাও। এর মাধ্যমে জাতীয় রাজনীতির ময়দানে বার্তা দেওয়া যাবে বলে মনে করছে তৃণমূল। সংসদের বাজেট অধিবেশন শুরুর আগেই টিম ইন্ডিয়ার ঐক্যের ছবি তুলে ধরা যাবে। আর অখিলেশকে পাশে নিয়ে মোদী বিরোধিতায় মমতার সুর যে আরও কয়েকগুণ বাড়বে তা বলাই বাহুল্য বলে মনে করছেন অনেকে।