জাতীয় পতাকা তুলতে বাধার অভিযোগ, ফিরলেন কেন্দ্রীয় মন্ত্রী

দেশের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে গোটা দেশ দেশজুড়ে আজাদি কা অমৃত মহোৎসব ও হর ঘর তিরঙ্গা কর্মসূচির ঘোষণা করেছে কেন্দ্র।  গত ২২ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

দেশের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে গোটা দেশ দেশজুড়ে আজাদি কা অমৃত মহোৎসব ও হর ঘর তিরঙ্গা কর্মসূচির ঘোষণা করেছে কেন্দ্র।  গত ২২ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই দেশবাসীর কাছে আবেদন করেন, তাঁরা যেন তাঁদের বাড়িতে তেরঙ্গা উত্তোলন করেন। শনিবার সেই উপলক্ষ্যে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। কিন্তু প্রবেশের আগেই বাধার মুখে পড়তে হয় তাঁকে বলে অভিযোগ। সেইসঙ্গে জাতীয় পতাকা উত্তোলন না করেই ফিরতে হল কেন্দ্রীয় মন্ত্রীকে। 

মন্ত্রীকে জানানো হয়, রাজ্যের তরফে এখনও অনুমোদন এসে মেলেনি। সেই কারণে তাঁকে কর্মসূচি পালনে বাধা দেওয়া হয়েছে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, ‘স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে ১৩ তারিখ থেকে ১৫ তারিখ উল্লেখযোগ্য। বিভিন্ন জায়গায় ভারতের মন্ত্রীরা গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করছেন। এটি সংস্কৃতি মন্ত্রকের থেকে আমাদের জানানো হয়েছিল। শিক্ষা মন্ত্রকের থেকেও মুখ্যসচিবকে চিঠি লেখা হয়েছিল। তার পরও সব বিষয়ে নিরুত্তাপ।’ 

 

যদিও তৃণমূলের বক্তব্য, ‘সংশোধনাগার একটি মন্ত্রকের অধীনস্থ বিষয়। অনুমতি ছাড়া প্রবেশ করা যায় না। কারণ সংশোধনাগার একটি সংরক্ষিত এলাকা। জাতীয়তাবাদটা শুধু বিজেপির নয়, দেশটা আমাদের সকলের। আমি ভারতে জন্মেছি। যতটা সুভাষ সরকারের কাছে, ততটা আমারও আছে। সুতরাং পতাকা নিয়ে রাজনীতি করবেন না। ‌ জাতীয় পতাকা আমাদের হৃদয়ের মধ্যে থাকে।’