Cooch Behar: কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি

BreakingNews কেন্দ্রীয় মন্ত্রী নীশিথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি৷ ঘটনা কোচবিহারের (Cooch Behar)  বাসন্তীর হাটে৷ গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়৷

#BreakingNews কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি৷ ঘটনা কোচবিহারের (Cooch Behar)  বাসন্তীর হাটে৷ গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়৷ গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয়৷ কেন্দ্রীয় মন্ত্রী ভেটাগুড়ি থেকে বাসন্তি হাটের দিকে যাচ্ছিলেন৷ ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা৷

এই ঘটনার পরেও এলাকায় রয়েছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী৷ তিনি সংবাদমাধ্যমকে জানান, দেখি ওরা কত গুলিবোমা মারতে পারে৷ ওরা আমার প্রাণে মেরে ফেলতে চায়৷ আমি আমার দলীয় কর্মী সমর্থকদের ছেড়ে কোথাও যাব না৷

   

হামলায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। তবে তৃ়ণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিরাপত্তা বলয় নিয়েও।

এদিকে জানা যাচ্ছে নিশীথ প্রামাণিকের একটি দলীয় কর্মসূচির জন্য স্থানীয় থানাকে আগাম জানানোর পরেও কী করে হামলা হলো? শতাধিক বিজেপি সমর্থক সহ বড়সড় কনভয় নিয়ে যাচ্ছিলেন নিশীথ প্রামাণিক। অভিযোগ, সেই কনভয় লক্ষ্য করে হামলা চালায় টিএমসির সমর্থকরা। হামলায় কোনওরকমে রক্ষা পান নিশীথ প্রামানিক।  নিরাপত্তারক্ষীরা কোনওরকমে একটি ঘটমাস্খল থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে সরিয়ে নিয়ে যান।  এর আগেও আক্রান্ত হয়েছিলেন তিনি।

Advertisements

নিশীথ প্রামানিকের উপর বারবার হামলার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রক চিন্তিত। জানা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন।

নিশীথ প্রামানিকের বিরুদ্ধে দুটি চুরির মামলায় অভিযোগপত্রে নাম আছে। সেই মামলাদুটিিতে আদালতে গরহাজির থাকায় জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। পরে তিনি আদালতে হাজিরা দেন। 

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News