দ্বিতীয় দফার লোকসভা ভোটের আগে ফের একবার বাংলায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আগামী ৭ মে তৃতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে মালদা উত্তর এবং মালদা দক্ষিণে।
এদিকে আজ মঙ্গলবার মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এবং মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে রোড শো-এ অংশগ্রহণ করলেন অমিত শাহ। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রোড শো-এ সাধারণ মানুষের ভিড় উপচে পরেছে।
আজ করণদিঘিতেও জনসভা হবে অমিত শাহের। এদিন শ্রীরূপা মিত্র চৌধুরীকে পাশে নিয়েই রোড শোয়ে অংশ নিয়েছেন শাহ। সম্প্রতি খারাপ আবহাওয়ার কারণে দার্জিলিং-এ মোদীর মন্ত্রীর জনসভা বাতিল হয়ে যায়। বারবার চেষ্টা করেও তাঁর হেলিকপ্টার উড়তে পারেনি। ফলে ফোনের মাধ্যমে দার্জিলিং-এর জনসভায় বক্তব্য রাখেন অমিত শাহ।
এদিকে আজ তৃণমূলের নজরেও রয়েছে উত্তরবঙ্গ। আজ অমিত শাহের পাশাপাশি মালদহে জনসভায় অংশ নেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে সকলের নজর আজ মালদহের দিকেই থাকবে সেটা বলাই বাহুল্য।
#WATCH | Union Home Minister Amit Shah holds a roadshow in Maldaha Dakshin, West Bengal. pic.twitter.com/KYdZ829YDI
— ANI (@ANI) April 23, 2024