দার্জিলিং: দার্জিলিং থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা৷ ১৫০ ফুট গভীর খাতে গড়িয়ে পড়ল গাড়ি৷ নিহত দুই পর্যটক৷
১৫০ ফুট গভীরে গড়িয়ে পড়ে গাড়ি
শনিবার সকালে দার্জিলিং থেকে নকশালবাড়ি যাচ্ছিলেন পাঁচজন তরুণ৷ পাঙ্খাবাড়ি রাস্তায় তাঁদের ভাড়া গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ১৫০ ফুট গভীরে গড়িয়ে পড়ে। দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয় এবং আরও তিন জন গুরুতর আহত হন। আহতদের শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃতদের পরিচয় জানা গিয়েছে৷ তাঁরা হলেন, রাজেশ পাশোয়ান এবং সুমিত সিংহ৷ তাঁরা উভয়ই নকশালবাড়ি এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থাও গুরুতর৷ চিকিৎসকেরা সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷
দুর্ঘটনার কারণ নিয়ে অনিশ্চয়তা Two Killed Darjeeling Road Accident
প্রাথমিক তদন্ত অনুযায়ী, গত দু’দিন দার্জিলিং ও সংলগ্ন এলাকায় বৃষ্টি হয়নি, আকাশও পরিষ্কার ছিল। দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। পুলিশ গাড়ির গতিসহ অন্যান্য সম্ভাব্য কারণ খতিয়ে দেখছে। দুর্ঘটনার পর গাড়িটি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে ত্রাণ বিতরণ এবং পাহাড় অঞ্চলের স্বাভাবিক ছন্দে ফেরানোর প্রশাসনিক পদক্ষেপের খোঁজখবর নিয়েছিলেন। পাহাড়ের দুর্গম রাস্তায় এই ধরনের দুর্ঘটনা আবারও যাত্রী নিরাপত্তা ও রাস্তায় সতর্কতার গুরুত্ব তুলে ধরল।