Magrahat Murder: প্রকাশ্যে গলা কেটে দুই সিভিক পুলিশকে খুন, মগরাহাট অগ্নিগর্ভ

Magrahat murder

পশ্চিমবঙ্গের প্রশাসন বলে কি কিছু আছে? তৃণমূল কংগ্রেসের শাসনে বারবার এমন অভিযোগ উঠেছে। বিশেষ করে হাওড়ার আনিস খান খুন, পূর্ব বর্ধমানের তুহিনা খাতুনের মৃত্যু রহস্য ও বীরভূমের বগটুই গ্রামের গণহত্যার পরে এবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে (Mograhat Murder) ঘটল ভয়াবহ ঘটনা। দুই সিভিক পুলিশকে প্রকাশ্যে গলা কেটে গুলি করে খুন করা হয়েছে।

Advertisements

মগরাহাটের মাগুরপুকুরে এই জোড়া খুনের ঘটনায় তীব্র আলোড়ন পড়েছে রাজ্য জুড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে গুলি করা হয় তারপর গলা কেটে খুন করা হয় দুই যুবককে। মৃত দুজন সিভিক ভলান্টিয়ার পুলিশ।

Advertisements

শনিবার মগরাহাটের মাগুরপুকুরে গোরু কেনাবেচা হাট চলছিল। সেখানে উপস্থিত ছিলেন সিভিক পুলিশরা। ব্যবসায়ীদের মধ্যে একটি গণ্ডগোল তৈরি হয়। দুই সিভিক পুলিশ গণ্ডগোল থামাতে যায়। অভিযোগ, তাদের জোর করে একটি দোকানের ভিতর ঢুকিয়ে গুলি করা হয়। এরপর কোপানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। আশেপাশের দোকানগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পাওয়ার পরই এলাকায় পৌঁছেছে মগরাহাট থানার বিশাল পুলিশবাহিনী ও ডায়মন্ড হারবারের এসডিপিও। মৃত দুই সিভিক পুলিশ মগরাহাট থানায় কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে।