Magrahat Murder: প্রকাশ্যে গলা কেটে সিভিক পুলিশ ও তার বন্ধুকে খুন, মগরাহাট অগ্নিগর্ভ

মগরাহাটে তীব্র উত্তেজনা। প্রকাশ্যে এক সিভিক পুলিশ ও তার বন্ধুকে গলা কেটে পরে গুলি করে খুন করা হয়েছে। অভিযুক্ত পলাতক। পশ্চিমবঙ্গের প্রশাসন বলে কি কিছু…

Civic police and his friend were killed

মগরাহাটে তীব্র উত্তেজনা। প্রকাশ্যে এক সিভিক পুলিশ ও তার বন্ধুকে গলা কেটে পরে গুলি করে খুন করা হয়েছে। অভিযুক্ত পলাতক। পশ্চিমবঙ্গের প্রশাসন বলে কি কিছু আছে? তৃণমূল কংগ্রেসের শাসনে বারবার এমন অভিযোগ উঠেছে। বিশেষ করে হাওড়ার আনিস খান খুন, পূর্ব বর্ধমানের তুহিনা খাতুনের মৃত্যু রহস্য ও বীরভূমের বগটুই গ্রামের গণহত্যার পরে এবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে (Magrahat Murder) ঘটল ভয়াবহ ঘটনা।

মগরাহাটের মাগুরপুকুরে এই জোড়া খুনের ঘটনায় তীব্র আলোড়ন পড়েছে রাজ্য জুড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে গুলি করা হয় তারপর গলা কেটে খুন করা হয় দুজনকে। মৃতদের নাম বরুণ চক্রবর্তী ও মলয় আদক।

জানা গিয়েছে, সিভিক ভলান্টিয়ার বরুণ চক্রবর্তী এবং তাঁর বন্ধু মলয় আদক কিছুদিন আগে বাড়ি তৈরির সামগ্রী কেনার জন্য টাকা দিয়েছিলেন এলাকার ব্যবসায়ী জানে আলম মোল্লাকে। সেই সামগ্রী মেলেনি। শনিবার টাকা ফেরত দেবেন বলে তাদের ডেকে পাঠায় আলম মোল্লা। বরুণ ও মলয় আসতেই স্থানীয় দোকানে ঢুকিয়ে তাদের খুন করা হয় বলে অভিযোগ।

প্রথমে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পরে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে দু’জনকে খুন করা হয় বলে তদম্তে উঠে আসছে। খুনের ঘটনায় বিক্ষুব্ধ জনতা একটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় গাড়ি। এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত জানেম আলম মোল্লা।  খবর পাওয়ার পরই এলাকায় পৌঁছেছে মগরাহাট থানার বিশাল পুলিশবাহিনী ও ডায়মন্ড হারবারের এসডিপিও।