Nandigram Rape: নন্দীগ্রামে বন্ধুত্ব সুযোগ নিয়ে যুবতীকে ধর্ষণ, গ্রেফতার দুই অভিযুক্ত!

নন্দীগ্রাম: আবারও খবরে ছিল নামে সেই নন্দীগ্রাম (Nandigram Rape)। বন্ধুত্বের সুযোগ নিয়ে বাড়িতে জল খাওয়ার নাম করে ঢুকে যুবতীকে ধর্ষণ করার অভিযোগ উঠলো দুই যুবকের…

Nandigram rape case

নন্দীগ্রাম: আবারও খবরে ছিল নামে সেই নন্দীগ্রাম (Nandigram Rape)। বন্ধুত্বের সুযোগ নিয়ে বাড়িতে জল খাওয়ার নাম করে ঢুকে যুবতীকে ধর্ষণ করার অভিযোগ উঠলো দুই যুবকের বিরুদ্ধে। নির্যাতিতা যুবতীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করলো পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায় নন্দীগ্রাম থানার নরসিংহপুর গ্রামে। নির্যাতিতা যুবতীর অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ।

Advertisements

নন্দীগ্রাম থানায় পুলিশ জানিয়েছে অভিযুক্তরা হল নন্দীগ্রামের অংশুমান পাহাড়ি ও নন্দীগ্রাম থানার গোপীমোহনপুরে মিজা রহমান। রবিবার দুই অভিযুক্তকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জামির নাকচ করে ১৪ দিনের জেলে হেফাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একের পর এক নন্দীগ্রামে ধর্ষণের ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা।

   

সূত্রের খবর, শুক্রবার রাত্রি ১০ টা নাগাদ যুবতীর বাড়িতে পৌঁছায় ২ অভিযুক্ত যুবক। যদিও দুজন যুবতীর পূর্ব পরিচিত। স্থানীয় একটি অনুষ্ঠান দেখতে যাচ্ছে জল খাওয়ার জন্য এই বাড়িতে এসেছে বলে যুবতীকে জানায়। তারপরে যুবতী জল আনতে বাড়ির মধ্যে গেলে দরজা বন্ধ করে দেয়। অভিযুক্ত অংশুমান পাহাড়ি ওই যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ। সেই কাজে পুরো সহযোগিতা করে তার বন্ধু বলে অভিযোগ। একথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় দুই অভিযুক্ত বলে অভিযোগ। যুবতীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। এরপর যুবতী নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তড়িঘড়ি পুলিশ দুই অভিযুক্তকে পাকড়াও করে।

নন্দীগ্রাম থানায় এক পুলিশ আধিকারিক বলেন ” অভিযোগের ভিত্তিতে তদন্ত দেবে দুই অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তরা যুবতীর পূর্ব পরিচিত “।

নির্যাতিতা ওই ধর্ষিতা যুবতী বলেন ” দু’জন পূর্ব পরিচিত বন্ধু ছিল। বাড়িতেও যাতাযাত যাচ্ছিল। শুক্রবার রাত্রি সাড়ে দশটার সময় অনুষ্ঠান দেখতে এসে আমার বাড়িতে আছে। স্থানীয়রা ছুটে এলে দরজা ভেঙ্গে দু’জন পালিয়ে যায়। অসুস্থ হওয়ার পর নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি হই, তারপরে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করি। বন্ধুত্বের সুযোগ নিয়ে এমন ঘটনা ঘটালো, অভিযুক্তদের কঠোরতম শাস্তি চাই “।