HomeWest Bengalদেড় কেজি হেরোইনসহ এসটিএফের হাতে গ্রেফতার দুই অভিযুক্ত

দেড় কেজি হেরোইনসহ এসটিএফের হাতে গ্রেফতার দুই অভিযুক্ত

- Advertisement -

এবার শিলিগুড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে মাদক। সঙ্গে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি জংশন এলাকায় অভিযান চালায় রাজ্য পুলিশের STF। এরপরে সন্দেহভাজন দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় দেড় কেজি হেরোইন।

দুই ব্যক্তি এই রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে। এই রাজ্য থেকে মাদক পাচার করা হচ্ছিলো বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে থানায়। প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বারংবার উদ্ধার করা হচ্ছে মাদক। এর আসল রেকেট ঠিক কোথায় কাজ করছে তা এখনও অধরা। কিন্তু তদন্তকারী সংস্থা এখনও চালাচ্ছে খোঁজ। রাজ্য থেকে বিভিন্ন জায়গায় পাচার হচ্ছে মাদক। যা নিয়ে চিন্তিত প্রশাসন।

   

উল্লেখ্য, বিরোধীদলের মন্তব্য অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গ অপরাধীদের আঁতুড়ঘর। এখান থেকেই নানান ধরনের অপরাধমূলক কাজ করা হয়। আর সেই মন্তব্যই বারবার সঠিক হয়ে দাঁড়ায়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular