HomeWest BengalNorth BengalDarjeeling: সংক্রান্তির পরেই তুষারে ঢাকল টুমলিং, এবার কি শহর দার্জিলিং ?

Darjeeling: সংক্রান্তির পরেই তুষারে ঢাকল টুমলিং, এবার কি শহর দার্জিলিং ?

- Advertisement -

এবার কি শহর দার্জিলিঙে (Darjeeling) বরফ পড়বে? আসে পাশের এলাকাগুলিতে বারবার তুষারপাত হচ্ছে। তবে এখনও বরপ শূন্য দার্জিলিং শহর। সোমবার গেছে সংক্রান্তি আর মঙ্গলবার নেপালের সীমান্তবর্তী জেলার টুুমলিংয়ে বরফ পড়ল।

স্থানীয়রা সামাজিক মাধ্যমো জানাচ্ছেন। তাজা তুষারপাতের কারণে দার্জিলিং পাহাড়ের উপরের শৈলশিরাগুলি সাদা রঙে আচ্ছাদিত। টুমলিং, মেঘমা, সান্দাকফু এলাকা এবং সিঙ্গালিলা জাতীয় উদ্যানের কিছু অংশে ভারী তুষারপাত হচ্ছে।

   

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিং ও কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। কার্শিয়াং-এ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশা থাকতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ দিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular