Nadia: এসইউসিআই কর্মীকে গুলি করে হত্যার চেষ্টা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের

নদীয়ার পলাশীপাড়ায় (Palashipara, Nadia) গুলিবিদ্ধ এসইউসিআই কর্মী। গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দলীয় কর্মী আমির আলীর বাড়িতে আগুন লাগায়।

Palashipara, Nadia

নদীয়ার পলাশীপাড়ায় (Palashipara, Nadia) গুলিবিদ্ধ এসইউসিআই কর্মী। গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দলীয় কর্মী আমির আলীর বাড়িতে আগুন লাগায়। আগুন নেভাতে গেলে এসইউসি কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। এমনকি গুলিও ছোরা হয় গুলিবিদ্ধ হয় এসইউসি কর্মী আরমান শেখ।

Advertisements

নদীয়ার পলাশীপাড়া থানার বারুই পাড়ায় গতকাল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসইউসি কর্মীকে গুলি করে হত্যা করার চেষ্টা করে। এমনটাই অভিযোগ এসইউসি এর পক্ষ থেকে। বছর ৩৮ এর ওই কর্মীর নাম আরমান শেখ।

নদীয়ার জেলার এসইউসি সম্পদক মণ্ডল সদস্য অঞ্জন মুখোপাধ্যায় অভিযোগ করেছেন যে, পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই ওই এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর বহুবার হামলা করেছে। এবং গন্ডগোল তৈরি করার একটা পরিকল্পনায় ছিল। তার ফলস্বরূপ নির্বাচন মিটে ফল ঘোষণার পর তারা একই রকম ভাবে গন্ডগোল অশান্তি করে।

Advertisements

তেমনি কাল স্থানীয় এক এসইউসি কর্মীর বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয়। এবং সেই আগুন নেভাতে গেলে তাদের লক্ষ্য করে একাধিক বোমা ছোড়া হয়। গুলিও ছোড়া হয় বলে এমনটাই অভিযোগ। এই গোটা ঘটনায় গুলিবিদ্ধ হয় এসইউসি কর্মী আরমান শেখ। তাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। গোটা ঘটনায় পলাশীপাড়ার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।