উত্তরবঙ্গ থেকে তৃণমূলে নবজোয়ার নিয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ প্রতিদিন তাঁকে স্বাগত জানাতে উপস্থিত হচ্ছে লক্ষাধিক মানুষ৷ যা দেখে নতুন করে উচ্ছ্বাসিত আম জনতা৷ যা দেখে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিধায়ক ইদ্রিস আলি (Idris Ali)৷ তিনি বলেন,৩৬ বছরের একজন যুবক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো জনপ্রিয়তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও (Narendra Modi) নেই।
সম্প্রতি তৃণমূলের জনজোয়ার দেখা গেছে তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে৷ অনেকের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে জল মাপতেই জনসংযোগে নেমেছেন অভিষেক৷ শুক্রবারও একই ছবি মুর্শিদাবাদে৷ জনজোয়ারের ধাক্কায় বিধায়ক ইদ্রিস আলি-সহ অনেকেই পড়ে গেলেন রাস্তায়। এদিন মুর্শিদাবাদে পৌঁছানোর পর ৩৪ নম্বর জাতীয় সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের ঢল নামে।
যা দেখে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির বক্তব্য, শাসক দলে থাকলে মিছিলে মানুষের জমায়েত হয়ে থাকে৷ ২০১১ সালে বামেদের ব্রিগেড দেখে কেউ ভাবতে পারেনি তাঁরা ক্ষমতা থেকে চলে যাবে। একইভাবে ২০২১ সালের আগেও বামেদের ব্রিগেডে মানুষের ঢল নামলেও তাঁরা এখন শূন্য৷ মানুষ কাকে বেছে নেবে ঠিক করে নিয়েছে।