Raw turmeric: ব্রণর দাগে জেরবার! কাচা হলুদে ভরসা রাখুন

Raw turmeric: গরম পড়তেই ত্বকের সমস্যা দেখা যায় অনেকের। কারণ গরমকালে আমাদের ত্বক থেকে ঘাম বেরোতে শুরু করে এবং তার সাথে ধুলোবালি মিশে যায় তবে কোন কারণে যদি মুখের ধুলোবালি পরিষ্কার না হয় তাহলে ব্রণর মতো সমস্যা দেখা দেয়।

Raw Turmeric for Acne Scars

Raw turmeric: গরম পড়তেই ত্বকের সমস্যা দেখা যায় অনেকের। কারণ গরমকালে আমাদের ত্বক থেকে ঘাম বেরোতে শুরু করে এবং তার সাথে ধুলোবালি মিশে যায় তবে কোন কারণে যদি মুখের ধুলোবালি পরিষ্কার না হয় তাহলে ব্রণর মতো সমস্যা দেখা দেয়। তাছাড়া পেটের সমস্যা হরমোনের সমস্যা এবং জিনগত কারণে অনেকের মুখেই ব্রণ দেখা দেয়। একই সাথে ব্রণও শুকিয়ে গেলে ব্রণের দাগ মুখের মধ্যে থেকে যায়।

আর স্বাভাবিক ভাবেই মুখে ব্রণর দাগ থাকলে তা আমাদের ত্বকের সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। ঠিক সেই কারণে অনেকেই ব্যবহার করেন বিভিন্ন ধরনের বাজার চলতি ক্রিম। কিন্তু তাতে সাময়িকভাবে রেহাই মিললেও, পাকাপাকিভাবে কোন সুরাহা হয় না। তাই বিশেষজ্ঞরা বলছেন ব্রণের সমস্যা দূর করতে ভরসা রাখতে হবে ঘরোয়া টোটকার উপর। যার মধ্যে অন্যতম হলো লেবুর রস লেবুর রসের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি যা আমাদের ত্বকের যত্ন নিতে বিশেষভাবে সাহায্য করে।

অন্যদিকে একইভাবে অ্যাপেল সাইডের ভিনিগার ব্রণ এবং ব্রণ থেকে তৈরি দাগ ছোপ সহজেই দূর করতে পারে। এর মধ্যে রয়েছে এন্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য যা আমাদের ত্বকের যত্ন নিতে সাহায্য করে। পাশাপাশি সপ্তাহে দুই তিন দিন কাঁচা হলুদ বেটে মুখে কিছুক্ষণ লাগিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা যার ফলে মুখের তৈলাক্ত ভাব থেকে শুরু করে ব্রণ দাগ সবই দূর হয়ে যাবে আস্তে আস্তে।